Read In
Whatsapp

কেনার টাকা নেই? ভাড়ায় চালাতে পারেন বাইক! পুজোর আগে দারুণ অফার নিয়ে হাজির Royal Enfield

বাইক প্রেমীদের জন্য সুখবর শোনাল RE, এবার বুলেট থেকে ইন্টারসেপটর সবই ছুটবে ভাড়ায়!

Advertisements

প্রিমিয়াম বাইকের বাজারে Royal Enfield বড় অংশ দখল করে রয়েছে। বাইক বিক্রির পাশপাশি সদ্যই কোম্পানি এক নতুন অভিনব উদ্যোগ নিয়েছে। এখন থেকে আপনাকে আর বাইক না কিনলেও চলবে, আপনি চাইলেই Royal Enfield বাইক ভাড়া নিতে পারেন। বেশ কিছু কোম্পানির মতো Royal Enfield ও তাদের Rental প্রোগ্রাম শুরু করেছে।

কেনার টাকা নেই? ভাড়ায় চালাতে পারেন বাইক! পুজোর আগে দারুণ অফার নিয়ে হাজির Royal Enfield

Advertisements

দেশের মোট 25 টি শহরে 40 এরও বেশী অপারেটরের মাধ্যমে এই Rental প্রোগ্রাম শুরু করবে কোম্পানি। মোট 300টি বাইক ভাড়া দেওয়া হবে। তাহলে আগে দেখে নেওয়া যাক কোন কোন শহরে Royal Enfield তাদের Rental Programme শুরু করেছে।

এই শহরগুলোতে ভাড়ায় Royal Enfield বাইক নিয়ে যেতে পারবেন আপনি : আহমেদাবাদ, মুম্বাই, চণ্ডীগড়, ধর্মশালা, লেহ, মানালি, হরিদ্বার, ঋষিকেশ, উদয়পুর, জয়পুর, জয়সালমের, গোয়া, কোচি, ভুবনেশ্বর, তিরুবনন্তপুরম, বিশাখাপত্তনম, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, সিমলা, নৈনিতাল, বীর বিলিং, শিলিগুড়ি এবং দেরাদুনে ভাড়ায় Royal Enfield বাইক পাওয়া যাবে।

কেনার টাকা নেই? ভাড়ায় চালাতে পারেন বাইক! পুজোর আগে দারুণ অফার নিয়ে হাজির Royal Enfield

আপাতত এই শহরগুলোতে শুরু হলেও সেখানেই থেমে থাকবেনা Royal Enfield। জানা যাচ্ছে শীঘ্রই আরো বেশ কিছু নতুন জায়গাতেও Rental Programme শুরু করবে তারা।কেনার টাকা নেই? ভাড়ায় চালাতে পারেন বাইক! পুজোর আগে দারুণ অফার নিয়ে হাজির Royal Enfield

কীভাবে ভাড়ায় নেবেন Royal Enfield বাইক?

1) মোটরসাইকেল ভাড়া করার জন্য একজন ব্যক্তিকে Royal Enfield Rental ওয়েবসাইটে যেতে হবে। এবার নিজের যেখানে বাইকের দরকার সেই শহর নির্বাচন করতে হবে।

2) একবার এই কাজ হয়ে গেলে ওয়েবসাইটে পিক-আপের সময় ও তারিখ এবং বাইকটি ফেরত দেওয়ার সময় ও তারিখ দিতে হবে।

কেনার টাকা নেই? ভাড়ায় চালাতে পারেন বাইক! পুজোর আগে দারুণ অফার নিয়ে হাজির Royal Enfield

3) এরপর আপনি ভিন্ন ভিন্ন বাইক এবং তাদের দামের তালিকা দেখতে পাবেন। নিজের পছন্দমত বাইক সিলেক্ট করলেই হয়ে গেল ব্যাস।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.