Read In
Whatsapp

মাত্র 3 সেকেন্ডে 0 থেকে 100 উঠবে স্পিড, দেশের মার্কেট কাঁপাতে আসছে Ducati-র এই বাইক! দাম কত?

মাত্র 3 সেকেন্ডেই গতি উঠবে 100kmph, বাজারে এল দুর্দান্ত ডুকাটি পানিগেল V4R। এই শক্তিশ

Advertisements

ভারতের বাজারে নিজেদের পোর্টফোলিও বড় করে তুলতে ডুকাটি নিজেদের নতুন বাইক নিয়ে হাজির। সদ্যই বাজারে এসেছে ডুকাটি পানিগেল V4R (Ducati Panigale V4R)। রেসিং বাইকটি দারুণ স্পেসিফিকেশন অফার করে। এবং মাত্র 3.3 সেকেন্ডেই গাড়ির গতি শুন্য থেকে 100 কিমি প্রতি ঘন্টায় পৌঁছায়। আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিন এই বাইকের মূল আকর্ষণ।মাত্র 3 সেকেন্ডে 0 থেকে 100 উঠবে স্পিড, দেশের মার্কেট কাঁপাতে আসছে Ducati-র এই বাইক! দাম কত?

Ducati Panigale V4R রেসিং বাইকে রয়েছে 998 সিসির ইঞ্জিন, যা গাড়িটিকে সর্বোচ্চ 299kmph গতিতে পৌঁছে দেয়। গাড়িটির আকর্ষণীয় গ্রাফিক্স এবং শার্প অ্যারোডায়নামিক ডিজাইন গ্রাহকদের কাছে সেটির আকর্ষণ আরো বাড়িয়ে তোলে। 998 সিসির ইঞ্জিন 16,500 rpm এ 215bhp শক্তি উৎপন্ন করে যা আপনার অ্যাড্রিনালিন রাশ বাড়িয়ে দেবে।মাত্র 3 সেকেন্ডে 0 থেকে 100 উঠবে স্পিড, দেশের মার্কেট কাঁপাতে আসছে Ducati-র এই বাইক! দাম কত?

Advertisements

বাইকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন হলেও মাইলেজের সাথে কোনো আপস নেই। 17 লিটারের ফুয়েল ট্যাংকের সাথে 12.5 kmpl মাইলেজ দেয় বাইকটি। অর্থাৎ একবার ফুল ট্যাংকিতে 212.5 কিমি যেতে পারে এই বাইক। Ducati Panigale V4 R বাইকের সামনে এবং পিছনে, উভয় চাকাতেই ডিস্ক ব্রেক সহ সুপিরিয়র ডুয়াল চ্যানেল ABS রয়েছে।মাত্র 3 সেকেন্ডে 0 থেকে 100 উঠবে স্পিড, দেশের মার্কেট কাঁপাতে আসছে Ducati-র এই বাইক! দাম কত?

সুপারবাইকটিতে কর্নারিং ABS, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, হুইলি কন্ট্রোল, স্লাইড এবং ইঞ্জিন ব্রেকিং কন্ট্রোলের মতো সুবিধা পেয়ে যাবেন। এছাড়া অটো টায়ার ক্যালিব্রেশন, ফুল এলইডি লাইট, জিপিএস মডিউল, ল্যাপ টাইমার, ওহলিন্স স্টিয়ারিং ড্যাম্পার, নকল চাকা এবং কার্বন ফাইবার মাডগার্ডের মতো ফিচারস রয়েছে। বাজারে বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 69.99 লক্ষ টাকা থেকে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.