Read In
Whatsapp

পুজোর মরশুমে বাইকের ওপর বাম্পার ডিসকাউন্ট, মাত্র 22,000 টাকায় মিলবে দুর্দান্ত এই বাইক!

পুজোর মরশুমে গাড়ি এবং বাইকের ওপর বাম্পার অফার রয়েছে। দুর্গাপুজো দোর গোড়ায় আর সামনেই দীপাবলি। এসময় মার্কেট যেমন তরতরিয়ে বাড়তে থাকে তেমনই ছাড়ের অংকও থাকে অধিক। আজ এমন বাইক সম্পর্কে…

Advertisements

পুজোর মরশুমে গাড়ি এবং বাইকের ওপর বাম্পার অফার রয়েছে। দুর্গাপুজো দোর গোড়ায় আর সামনেই দীপাবলি। এসময় মার্কেট যেমন তরতরিয়ে বাড়তে থাকে তেমনই ছাড়ের অংকও থাকে অধিক। আজ এমন বাইক সম্পর্কে জানাবো আমরা যা মাত্র 1 লক্ষ টাকাতেই দারুণ ফিচারস সমেত আসে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পুজোর মরশুমে বাইকের ওপর বাম্পার ডিসকাউন্ট, মাত্র 22,000 টাকায় মিলবে দুর্দান্ত এই বাইক!

Bajaj Pulsar 180 STD
প্রথমে আসি Bajaj Pulsar 180 STD বাইক নিয়ে। মোট 35000 কিলোমিটার পাড়ি দিয়েছে বাইকটি। আর ব্যবহৃত বাইক মাত্র 22000 টাকায় বিক্রি হচ্ছে বাজারে। Bike dekho ওয়েবসাইট অনুসারে 2010 সালের বাইকে নেই ABS ফিচারস। তবে খুব ভালো কন্ডিশনে রয়েছে সেটি। 178.6 cc এর শক্তিশালী ইঞ্জিন সহ মোট 35000 কিলোমিটার ছুটেছে Pulsar 180 STD।

Advertisements

পুজোর মরশুমে বাইকের ওপর বাম্পার ডিসকাউন্ট, মাত্র 22,000 টাকায় মিলবে দুর্দান্ত এই বাইক!

বাইকটি মোট 17.02 PS শক্তি সহ 14.22 Nm এর পিক টর্ক উৎপন্ন করে। সামনে এবং পিছনে উভয় দিকেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। টিউবলেস টায়ার সহ উচ্চ গতির সাথে আকর্ষণীয় রঙে বিক্রী হচ্ছে Pulsar 180 STD 2010।

Bajaj Pulsar RS200
2018 সালের Bajaj Pulsar RS200 1 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। অ্যান্টি ব্রেকিং সিস্টেম সহ BS4 ইঞ্জিনের সুবিধা রয়েছে। বহু সময় হয়ে গেলেও মাত্র 8500 কিলোমিটার পাড়ি দিয়েছে এই বাইকটি। সেখানে 199.5 cc ইঞ্জিন মোট 24.5 PS শক্তি এবং 18.6 Nm টর্ক উৎপন্ন করে। বাইকটির মাইলেজ 35 kmpl। পুজোর মরশুমে বাইকের ওপর বাম্পার ডিসকাউন্ট, মাত্র 22,000 টাকায় মিলবে দুর্দান্ত এই বাইক!

এছাড়া রয়েছে 2019 সালের Hero Splendor Plus IBS। i3S প্রযুক্তির সাথে 55000 টাকায় বিক্রি হচ্ছে এই বাইক। মোট 6800 কিলোমিটার চলেছে চার বছরে। 97.2 cc ইঞ্জিনে মোট 8.36 PS শক্তি এবং 8.05 Nm টর্ক উৎপন্ন করে। উল্লেখ্য যে , এই বাইকে মোট 80.6 kmpl এর মাইলেজ পেয়ে যাবেন।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.