Read In
Whatsapp

60,000 এর বাজেটে নিয়ে যান নতুন ইলেকট্রিক স্কুটার, ফুল চার্জে মাইলেজ দেবে 100 কিমি

মাত্র 50 হাজারেই হবে শখপূরণ! দেখে নিন লেটেস্ট স্কুটারেরে ফিচারস

Advertisements

ভারতে বৈদ্যুতিক স্কুটারের বাজার ক্রমবর্ধমান, আর এই বাজারে বহু নতুন সংস্থা হাজির হয়েছে। বিভিন্ন বড় কোম্পানির পাশাপাশি বেশ কিছু Start Up কোম্পানিও বড় বাজার করে নিয়েছে। সম্প্রতি Deltic নামের একটি সংস্থা তাদের নয়া ইলেকট্রিক স্কুটার drixx লঞ্চ করেছে ভারতের বাজারে। চলুন দেখে নেওয়া যাক কেমন এই স্কুটার।60,000 এর বাজেটে নিয়ে যান নতুন ইলেকট্রিক স্কুটার, ফুল চার্জে মাইলেজ দেবে 100 কিমি

ধীরে ধীরে জ্বালানি গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক যানবাহনের চল অনেকখানি বেড়েছে। এমতাবস্থায় বৈদ্যুতিক স্কুটার একটি ভালো অপশন হতে পারে। মূল্য সামান্য বেশি হলেও Operating খরচ খুবই কম। জ্বালানির জ্বালাময় দামও নেই এখানে। কিন্তু সমস্যা গাড়ির রেঞ্জ নিয়ে। চালাবেন তো বটে, কিন্তু যাবেন আর কতদূর, একটু যাওযার পরই চার্জ শেষ হয়ে যাবে। আর তাতেই যত বিপত্তি। 60,000 এর বাজেটে নিয়ে যান নতুন ইলেকট্রিক স্কুটার, ফুল চার্জে মাইলেজ দেবে 100 কিমি

Advertisements

আসলে বৈদ্যুতিক পণ্যের সমস্যায় চার্জ এবং মাইলেজ নিয়ে। এক তো ব্যাটারি ধীরে ধীরে ক্ষয়ে যায়। তারফলে ব্যাটারি পরিবর্তন করা অত্যাবশ্যক। অন্যদিকে চার্জ শেষ হয়ে গেলে আবার 5-6 ঘন্টার অপেক্ষা। কিন্তু এবার আর সমস্যাই থাকবেনা। বাজারে এমন এক স্কুটার এসেছে যা একবার চার্জেই ছুটতে পারে 100 কিমি। স্কুটারটির নাম Deltic drixx। মাত্র 56 কেজি কার্ব ওয়েট থাকার কারণে বেশ সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন স্কুটারটি।60,000 এর বাজেটে নিয়ে যান নতুন ইলেকট্রিক স্কুটার, ফুল চার্জে মাইলেজ দেবে 100 কিমি

স্কুটারে থাকা 1.58 kwh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক প্রতি চার্জে ১০০ কিলোমিটার মাইলেজ দেয়। 250 ওয়াটের BLDC মোটর ঘণ্টায় সর্বোচ্চ 25 কিমি বেগে ছুটতে সক্ষম। এছাড়া অত্যাধুনিক ফিচার যেমন, পুশ স্টার্ট বাটন, ডিআরএল, এলইডি লাইট, চার্জিং পয়েন্ট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, হাইড্রোলিক সাসপেনশন,ইত্যাদি পাওয়া যায়। উল্লেখ্য, ই-স্কুটারের এক্স শোরুম দাম মাত্র 58,490 টাকা।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.