Read In
Whatsapp

5 হাজার টাকারও কমে বাড়িতে নিয়ে আসুন ধাসু ইলেকট্রিক বাইক, সিঙ্গেল চার্জে চলবে 120 কিলোমিটার

মাত্র 4097 টাকা ডাউন পেমেন্ট বাড়িতে আনুন PURE EV ETrance Neo EV ইলেকট্রিক স্কুটার। দেখে নিন বাকি ডিটেইলস।

Advertisements

জ্বালানি চালিত বাইকের দাপট ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে বাজারে। দিনে দিনে বাড়ছে ইলেকট্রিক বাইকের চাহিদা। রোজই কোনও না কোনও কোম্পানি তাদের নতুন মডেল লঞ্চ করছে বাজারে। এরকমই একটি স্কুটার হল PURE EV ETrance Neo EV। দূর্দান্ত বৈশিষ্ট্য সহ এই স্কুটারটির লুক-ও অসাধারণ। আজকের প্রতিবেদনে এই ই-বাইকটি নিয়েই আলোচনা করব।

প্রথমেই বলি PURE EV ETrance Neo EV ইলেকট্রিক স্কুটারটিতে একটি অত্যন্ত শক্তিশালী ব্যাটারি রয়েছে। যাতে রয়েছে 3.8 কিলোওয়াটের বৈদ্যুতিক মোটর। ব্যাটারিটি একবার ফুল চার্জ হতে সময় নেয় 3.5 ঘন্টা এবং সিঙ্গেল চার্জে প্রায় 120 কিমি মাইলেজ দেয় স্কুটারটি। জানিয়ে রাখি, এই ই-বাইকটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার।

Advertisements

আপাতত মোট তিনটি ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে বাজারে। যারমধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড, ডিলাক্স এবং স্পোর্টস। অন্যান্য ফিচার্সের কথা বললে এতে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, রিভার্স গিয়ার এবং ইউএসবি চার্জিং পোর্ট। এছাড়াও অন্যান্য একাধিক ফিচার্সে ঠাসা এই ইলেকট্রিক স্কুটার।

5 হাজার টাকারও কমে বাড়িতে নিয়ে আসুন ধাসু ইলেকট্রিক বাইক, সিঙ্গেল চার্জে চলবে 120 কিলোমিটার

ই-বাইকটিতে রয়েছে 12 ইঞ্চি অ্যালয় হুইল এবং ডিস্ক ব্রেক। বিশেষজ্ঞদের মতে, লং টার্মে লাভজনক প্রমাণিত হয় এই ধরণের ই-বাইক। ই-বাইকটির দামের কথা বললে, স্কুটারটির দাম 81,959 টাকা (এক্স শোরুম)। তবে আপনার বাজেট কম হলেও সমস্যা নেই। কারণ মাত্র 4097 টাকা ডাউন পেমেন্ট করেও আপনি এটি কিনতে পারবেন। বাকি টাকা পরিশোধের জন্য 2812 টাকার একটি মাসিক কিস্তি (EMI) দিতে হবে। এর জন্য আপনি মোট 3 বছর সময় পাবেন।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.