Read In
Whatsapp

এলন মাস্কের চিন্তা বাড়িয়ে বাজারে এল নতুন বৈদ্যুতিক গাড়ি, একবার চার্জে ছুটবে ১২০০ কিমি!

মাইলেজ নিয়ে নেই সমস্যা, একবার ফুল চার্জ হলেই যাবে 1200 কিমি, বাকি ফিচারস দেখে নিন! ।

Advertisements

বৈদ্যুতিক গাড়ি, বিশেষ করে Micro EV এর বাজার এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভারতে লঞ্চ হয়েছে MG Comet এর মতো Compact আকারের গাড়ি। মাত্র 7.98 লক্ষ টাকা থেকে দাম শুরু হচ্ছে। মাইলেজও মন্দ নয়। কিন্তু আজ আমরা এমন এক গাড়ির বিষয়ে বলতে চলেছি যার দাম এবং মাইলেজ শুনলে চোখ কপালে ওঠবে আপনার। এলন মাস্কের চিন্তা বাড়িয়ে বাজারে এল নতুন বৈদ্যুতিক গাড়ি, একবার চার্জে ছুটবে ১২০০ কিমি!

আসলে Fast Auto Works নামের একটি সংস্থা তাদের Xiaoma নামের একটি বৈদ্যুতিক হ্যাচব্যাক নিয়ে এসেছে বাজারে। Bestune ব্র্যান্ডের গাড়িটির ভারতীয় মুদ্রায় দাম 3.47 লক্ষ টাকা। গাড়িটির টপ ভেরিয়েন্টের দাম পড়বে 5.78 লক্ষ টাকা। সাংহাইতে অনুষ্ঠিত অটো শোতে প্রথম Xiaoma গাড়িটির প্রদর্শন হয়।

Advertisements

এলন মাস্কের চিন্তা বাড়িয়ে বাজারে এল নতুন বৈদ্যুতিক গাড়ি, একবার চার্জে ছুটবে ১২০০ কিমি!

MG Comet এর মতোই বক্সি ডিজাইনের সাথে আসে গাড়িটি। 7 ইঞ্চির ড্যাশবোর্ড ইউনিট সহ ডুয়াল টোন থিমের সাথে এই ড্যাসবোর্ডটিও দারুণ দেখতে। জানলে অবাক হবেন যে, একবার ফুল চার্জে গাড়িটি মোট 800 কিমি ছুটতে পারে। এক্সটেন্ড ভার্সনটি 1200 কিমি অবধি ছুটতে পারে। লিথিয়াম আয়রন ফসফেটের ব্যাটারির সাথে 20kw এর মোটর যুক্ত থাকে।

এলন মাস্কের চিন্তা বাড়িয়ে বাজারে এল নতুন বৈদ্যুতিক গাড়ি, একবার চার্জে ছুটবে ১২০০ কিমি!

আপনাদের জানিয়ে রাখি যে, ভারতে মাইক্রো ইভি গাড়ির সংখ্যা হাতেগোনা থাকলেও চিন সহ বিভিন্ন আসিয়ান দেশগুলিতে এই ধরনের বৈদ্যুতিক গাড়ির বাজার বেশ বড়। গাড়িগুলোর দাম যেমন কম তেমনই সস্তা হওয়ার কারণে মধ্যবিত্তর ধরাছোঁয়ার মধ্যেই রয়েছে গাড়িগুলো। চলতি মাসেই Xiaoma বৈদ্যুতিক গাড়ির প্রি-সেলস শুরু হবে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.