TRENDS
Advertisement

বহুমূল্য Audi Q3 কিনতে চাইলে মাসিক ইনকাম কত হওয়া দরকার? দেখে নিন হিসেব

ভারত থেকে শুরু করে গোটা বিশ্ববাজারে যে কয়টি বিলাসবহুল গাড়ি রয়েছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় সংস্থা হল Audi। এই ব্র্যান্ডের গাড়িগুলি লুকস এবং রাইডিং কমফর্টের জন্য বিখ্যাত। এসব ছাড়াও একাধিক…

Published By: Ritwik | Published On:

ভারত থেকে শুরু করে গোটা বিশ্ববাজারে যে কয়টি বিলাসবহুল গাড়ি রয়েছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় সংস্থা হল Audi। এই ব্র্যান্ডের গাড়িগুলি লুকস এবং রাইডিং কমফর্টের জন্য বিখ্যাত। এসব ছাড়াও একাধিক উন্নতমানের ফিচার্সে ঠাসা এই গাড়ি। ভারতীয় বাজারে অডি-র যে কয়টি মডেলের ব্যাপক চাহিদা রয়েছে তার মধ্যে একটি হল Audi Q3। বহুমূল্য Audi Q3 কিনতে চাইলে মাসিক ইনকাম কত হওয়া দরকার? দেখে নিন হিসেব

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

এই মুহুর্তে গাড়িটির দুটি ভ্যারিয়েন্ট উপলব্ধ রয়েছে বাজারে। এখন আপনিও যদি এই গাড়িটি বাড়িতে আনতে চান তাহলে আপনার নূন্যতম মাস মাহিনা ঠিক কত হওয়া উচিত? ঠিক কত টাকা রোজগার করলে Audi Q3 আপনার গ্যারাজে আনতে পারবেন জানেন কি? বড় ঝুঁকি নেওয়ার আগে চটপট দেখে নিন গোটা খরচের হিসেব নিকেষ।

বহুমূল্য Audi Q3 কিনতে চাইলে মাসিক ইনকাম কত হওয়া দরকার? দেখে নিন হিসেব

প্রথমেই বলে রাখি, Audi Q3 গাড়িটির দুটি মডেল উপলব্ধ রয়েছে বাজারে। সেই দুটি হল যথাক্রমে প্রিমিয়াম প্লাস ও টেকনোলজি, টেকনোলজি ভ্যারিয়েন্ট। এবং এই মডেল দুটির দাম যথাক্রমে 47 লাখ টাকা (এক্স শোরুম) এবং 52 লাখ টাকা (এক্স শোরুম)। এখন আপনি যদি প্রিমিয়াম প্লাস ও টেকনোলজি-কে বাড়িতে আনতে চান তাহলে অনরোড প্রাইস পড়বে প্রায় 54 লক্ষ টাকা।

বহুমূল্য Audi Q3 কিনতে চাইলে মাসিক ইনকাম কত হওয়া দরকার? দেখে নিন হিসেব

আরটিও এবং ইন্সুরেন্স খরচ ধরে টপ ভেরিয়েন্টটিরর দাম পড়ে প্রায় 60 লক্ষ টাকা। এখন যদি ধরে নিই আপনি 25 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করতে চাইছেন এবং বাকি 35 লক্ষ টাকার লোন নিতে চান। সেক্ষেত্রে আপনি যদি 9% সুদে আগামী 5 বছরের জন্য ইএমআই করাতে চান তখন আপনার মাসিক খরচ পড়বে প্রায় 73 হাজার টাকা। গাড়ির জ্বালানি, মেইনটেনেন্স বাবদ অতিরিক্ত 20 হাজার টাকার খরচ ধরে রাখুন। সেক্ষেত্রে সবমিলিয়ে এই গাড়ির মাসিক খরচ দাঁড়ায় 90 হাজার থেকে 1 লক্ষ টাকা। অভিজ্ঞদের পরামর্শ, আপনার মাসিক বেতন যদি 5 লক্ষ বা তার বেশি হয় তখনই এই গাড়ি কেনার কথা ভাবা উচিত।

About Author