Read In
Whatsapp

মাহিন্দ্রা থারের দিন শেষ! বাজার দখল করতে টয়োটা নিয়ে এল ধামাকাদার গাড়ি

বিশ্বের অন্যতম বড় সংস্থা টয়োটা তাদের নতুন কমপ্যাক্ট SUV লঞ্চ করার জন্য প্রস্তত। শীঘ্রই লঞ্চ হতে চলেছে নয়া SUV।

Advertisements

বিশ্বের অন্যতম বড় সংস্থা টয়োটা তাদের নতুন কমপ্যাক্ট SUV লঞ্চ করার জন্য প্রস্তত। সূত্র বলছে, বিশ্ববাজারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। ইতিমধ্যেই সংস্থার “ল্যান্ড হপ্প্ট” নামটি ট্রেডমার্ক করেছে এবং জাপানে এফজে ল্যান্ড ক্রুজারের জন্যও আবেদন করেছে৷ আর এই বিজ্ঞপ্তি থেকে এটা স্পষ্ট যে, ভারতে টয়োটার নতুন SUV লঞ্চ কেবল সময়ের অপেক্ষা।

মাহিন্দ্রা থারের দিন শেষ! বাজার দখল করতে টয়োটা নিয়ে এল ধামাকাদার গাড়ি

Advertisements

The Land Cruiser Minnie: A Game-Changer

ল্যান্ড ক্রুজার মিনি মূলত একটি সম্পূর্ণ নতুন মিনি অফ-রোডার SUV যা ল্যান্ড ক্রুজার 250 CTJ-এর উপর ভিত্তি করে আত্মপ্রকাশ করতে প্রস্তত। বিভিন্ন টেক মিডিয়ার খবর, এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের মতো দেশে লঞ্চ হবে। মূলত অফ রোডের জন্য বড় বিকল্প হতে চলেছে এই গাড়ি। বিশেষ করে ভারতে এটি মাহিন্দ্রা থার এবং মারুতি সুজুকি জিমনির মত গাড়িগুলিকে কড়া টক্কর দেবে।

Land Cruiser Minnie’s Design and Look

ল্যান্ড ক্রুজার মিনির ডিজাইন একটি কমপ্যাক্ট ক্রুজার SUV-এর মতো। এটি ফাইভ ডোর জিমনির চেয়ে দীর্ঘ হবে বলে আশা করা হচ্ছে। বডি-অন-ফ্রেম চ্যাসিস সহ, গাড়িটি দৈর্ঘ্যে 4,350 মিমি, প্রস্থে 1,880 মিমি এবং উচ্চতায় 1,880 মিমি হতে পারে। গোলাকার এলইডি হেডলাইট এবং টেলগেটে একটি অতিরিক্ত চাকা দেওয়া হবে এই গাড়িতে।

মাহিন্দ্রা থারের দিন শেষ! বাজার দখল করতে টয়োটা নিয়ে এল ধামাকাদার গাড়ি

The Powerful Engine of the Land Cruiser Minnie

খুব সম্ভবত আগামী মাসেই টোকিও মোটর শোতে আত্মপ্রকাশ করতে পারে ল্যান্ড ক্রুজার মিনি। এতে দেওয়া হবে একটি 2.0L পেট্রোল ইঞ্জিন, RAV4 থেকে একটি 2.5L পেট্রোল/হাইব্রিড মিল। এছাড়াও Prado এবং Hilux-এ পাওয়া একটি 2.8L টার্বোচার্জড ফোর-সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের গুজবও শোনা যাচ্ছে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.