TRENDS
Advertisement

আর নয় Mahindra Thar, রতন টাটার কোম্পানি বাজারে আনছে এই সেরা SUV

Thar কে হঠাতে তৈরি টাটা মোটরস, বাজারে আসছে নস্টালজিক এবং পেশীবহুল সিয়েরা

Published By: Ritwik | Published On:

টাটা মোটরস শীঘ্রই বাজারে আনতে চলছে তাদের নতুন Tata Sierra। গাড়িটির আপডেটেড সংস্করণ জোর টক্কর দেবে Mahindra Thar কে। অল ইলেকট্রিক টেকনোলজির সাথে বাজারে লঞ্চ হবে নতুন গাড়িটি। অটো এক্সপো 2023 এ যেমন প্রদর্শন হয় অনেকটা সেরকমই গাড়ি আসছে বাজারে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আর নয় Mahindra Thar, রতন টাটার কোম্পানি বাজারে আনছে এই সেরা SUV

আশা করা হচ্ছে যে Tata Sierra-এর আপডেটেড সংস্করণটি 2025 সালের মধ্যে রাস্তায় নামতে পারে। Tata Sierra-এর নতুন সংস্করণ প্রথমবারের জন্য 2020 সালের অটো এক্সপোতে প্রদর্শিত হয়েছিল। এরপর সেটি চলতি বছরও সামনে আসে। আর এই গাড়িটি মাহিন্দ্রা থারকে কঠিন প্রতিযোগিতা দেওয়ার জন্য তৈরি।

কী কী পরিবর্তন থাকছে দেখে নেওয়া যাক চলুন:

1) আপডেট হওয়া টাটা সিয়েরার ফাঁস হওয়া ডিজাইনটি থেকে স্পষ্ট যে , গাড়িতে নতুন ধরনের ফ্রন্ট ফ্যাসিয়া থাকবে যা গাড়িটিকে আরো বেশি উন্নত SUV তে পরিণত করে।

আর নয় Mahindra Thar, রতন টাটার কোম্পানি বাজারে আনছে এই সেরা SUV

2) বাজার চলতি রিপোর্টে স্পষ্ট যে, Tata Motors এর নতুন গাড়িটি সরাসরি প্রতিযোগিতা করবে মাহিন্দ্রা থারের সাথে।

3) সিয়েরার গাড়িটির বৈদ্যুতিক সংস্করণও আসছে শীঘ্রই।

tata sierra

4) নতুন আপডেটেড Tata Sierra তে ADAS সাপোর্ট থাকবে।

5) Sierra এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি সোজা বনেট, স্পোর্টি বাম্পার, ফক্স গ্রিল, ক্রোম স্ট্রিপের সাথে সংযুক্ত হেডল্যাম্প, ডুয়াল-টোন হুইল।

আর নয় Mahindra Thar, রতন টাটার কোম্পানি বাজারে আনছে এই সেরা SUV

6) এছাড়া গাড়িতে একটি 12-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ নতুন স্টিয়ারিং হুইল, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, হেডস-আপ ডিসপ্লে এবং একটি সেন্ট্রাল স্পিকার মিউজিক সিস্টেম থাকবে।

tata sierra

নতুন আপডেটগুলির মাধ্যমে টাটা মোটরসের লক্ষ্য বাজারের আরো বড় অংশ দখল করা। এতদিন Mahindra Thar যে অংশে রাজ চালিয়েছে সেখানে নিজেদের ভাগ বাড়ানোর জন্য নতুন Sierra আনছে টাটা মোটরস।

About Author