ভারতে গাড়ির বাজার বেশ বড় আকারের। আর এই বাজার ধরতে হাজির গুচ্ছের কোম্পানি। স্বদেশী থেকে বিদেশী কোম্পানি মিলিয়ে নানান ব্র্যান্ড রয়েছে ভারতের বাজারে। কিন্তু নির্ভরযোগ্য গাড়ির কথা বললে নাম আসে গোনাগুন্তি। আপনাদের সুবিধার্থে এখানে সেরা পাঁচটি নির্ভরযোগ্য গাড়ির (Top Five Reliable Cars) কথা তুলে ধরা হলো।
Honda City 
বিগত এক দশকে Honda City তার আরাম এবং নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। গাড়িকে শক্তি যোগাচ্ছে 1.5L i-VTEC ইঞ্জিন যা একটি 6-স্পীড ম্যানুয়াল বা একটি CVT এর সাথে যুক্ত। Honda City এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 11.63 লক্ষ টাকা থেকে।
Hyundai Creta 
Hyundai Creta হল ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া কমপ্যাক্ট-SUVগুলির মধ্যে একটি। গাড়িতে পরিমার্জিত ড্রাইভট্রেন বিকল্প রয়েছে। Creta মোটামুটি নির্ভরযোগ্য এবং গাড়িটি 1.5L NA পেট্রোল ইঞ্জিন বা একটি 1.5L ডিজেল ইঞ্জিনের সাথে আসে। Hyundai Creta এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 10.87 লক্ষ টাকা থেকে।
Honda Elevate 
Honda Elevate এবং Honda City প্রায় একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। যার ফলে গাড়িটি বেশ আরামদায়ক এবং নির্ভরযোগ্য হয়ে ওঠে। Elevate গাড়িকে শক্তি যোগাচ্ছে একটি 1.5L i-VTEC ইঞ্জিন। Elevate এর প্রারম্ভিক এক্স শোরুম দাম 10.99 লক্ষ টাকা।
Toyota Glanza 
Toyota Glanza তৈরী হয়েছে Maruti Suzuki Baleno-এর উপর ভিত্তি করে। এই গাড়িতেও Baleno এর মতো একই 1.2L k-সিরিজ ইঞ্জিন রয়েছে যা একটি 5-স্পীড ম্যানুয়াল বা 5-স্পীড AMT-এর সাথে যুক্ত। Glanza অত্যন্ত নির্ভরযোগ্য এবং সেটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে দাম 6.81 লক্ষ টাকা থেকে।
Toyota Urban Cruiser Hyryder 
Toyota Urban Cruiser Hyryder তৈরি হয়েছে Maruti Suzuki Grand Vitara-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে। একই 1.5L k-সিরিজ ইঞ্জিন এবং একটি হাইব্রিড 1.5L ইঞ্জিন শক্তি যোগাচ্ছে গাড়িটিকে। Hyryder-এর এক্স শোরুম দাম রয়েছে 10.86 লক্ষ টাকা।







