Read In
Whatsapp

রইলো ভারতের সেরা 5টি 7 আসনের গাড়ির তালিকা, দাম এবং ফিচারস সাধ্যের মধ্যেই

একসাথে পুরো পরিবার যাবে এই পাঁচটি গাড়িতে। তালিকা দেখেছেন?

Advertisements

ভারতের অন্দরে বড় গাড়ির বাজার অর্থাৎ 7 আসনের গাড়ির বাজার যথেষ্টই বড়। পারিবারিক গাড়ি কেনার জন্য আজও 7 আসনের বৃহদাকার গাড়ি মানুষের ভারী পছন্দের। এক্ষেত্রে বড় বড় দামী গাড়ি জায়গায় Ertiga অথবা Bolero ইত্যাদির মতো বাজেট গাড়িই বেশি বিক্রি হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক দেশের সেরা পাঁচটি 7 সিটার গাড়ি কোনগুলো

Mahindra Bolero Neo রইলো ভারতের সেরা 5টি 7 আসনের গাড়ির তালিকা, দাম এবং ফিচারস সাধ্যের মধ্যেই
Bolero Neo সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 7 আসনের গাড়ি। SUV ক্যাটেগরির এই গাড়ির এক্স শোরুম দাম রয়েছে মাত্র 9.63 লক্ষ টাকা।

Advertisements

Mahindra Bolero রইলো ভারতের সেরা 5টি 7 আসনের গাড়ির তালিকা, দাম এবং ফিচারস সাধ্যের মধ্যেই
Bolero Neo এর মত একই 7 আসনের গাড়ি। সামান্য পার্থক্য অবশ্য রয়েছে। এই গাড়ির দাম মাত্র 9.79 লক্ষ টাকা।

Citroën C3 Aircross রইলো ভারতের সেরা 5টি 7 আসনের গাড়ির তালিকা, দাম এবং ফিচারস সাধ্যের মধ্যেই
কিছুদিন আগেই গাড়িটি এসেছে দেশের বাজারে। 7 আসনের লেটেস্ট SUV এর দাম 11.69 লক্ষ টাকা। এই গাড়িতে 3 সারি আসন রয়েছে বসার জন্য।

Mahindra Scorpio Classic Mahindra Scorpio Classic 
বিগত বহু বছর ধরে Scorpio গাড়িটি ভারতে সেবা দিয়ে আসছে। আজও এই গাড়ির প্রতি মানুষের আলাদাই টান লেটেস্ট Scorpio-N বাজারে এলেও Scorpio Classic এর চাহিদা, ডিজাইন আজও অমলিন। 13.25 লক্ষ্য টাকার এক্স শোরুম দামে উপলব্ধ Scorpio Classic।

Mahindra Scorpio-N রইলো ভারতের সেরা 5টি 7 আসনের গাড়ির তালিকা, দাম এবং ফিচারস সাধ্যের মধ্যেই
Mahindra এর লেটেস্ট গাড়ি Scorpio-N। 13.26 লাখের এই গাড়ি দেখতে যেমন দারুণ তেমনই এখানে নানান সুবিধার ফিচারসও রয়েছে। 7 আসনের SUV টিতে 4WD, 5 Star Crash Test ইত্যাদির মতো নানান সুবিধা রয়েছে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.