TRENDS
Advertisement

সস্তায় অটোম্যাটিক গাড়ি কিনতে হলে এগুলোই বেস্ট, তালিকা দেখে নিন

অটোম্যাটিক গাড়ি এবার সাধ্যের মধ্যেই, ৭ লাখের বাজেটে শেরা এই পাঁচটি গাড়ি

Published By: Ritwik | Published On:

নিম্নে দেশের সেরা পাঁচটি অটোম্যাটিক গাড়ির তালিকা দেওয়া হল যেগুলোর দাম সাধ্যের মধ্যেই। সম্পূর্ণ তালিকা দেখে নিন এখানে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1. Maruti Alto K10 সস্তায় অটোম্যাটিক গাড়ি কিনতে হলে এগুলোই বেস্ট, তালিকা দেখে নিন
দামঃ 5.61 লাখ থেকে 5.90 লাখ টাকা
Maruti Alto K10 ভারতের সবচেয়ে সস্তার Automatic Transmission এর গাড়ি। 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন মোট 65.7 bhp শক্তি এবং 89 Nm টর্ক উৎপন্ন করে।

2. Maruti S-Presso সস্তায় অটোম্যাটিক গাড়ি কিনতে হলে এগুলোই বেস্ট, তালিকা দেখে নিন
দামঃ 5.76 লাখ থেকে 6.05 লাখ টাকা
S-Presso তে আপনি 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন পাবেন যা মোট 65.7 bhp শক্তি এবং 89 Nm টর্ক উৎপন্ন করে।

3. Renault Kwid সস্তায় অটোম্যাটিক গাড়ি কিনতে হলে এগুলোই বেস্ট, তালিকা দেখে নিন
দামঃ 6.12লক্ষ টাকা থেকে 6.44 লক্ষ টাকা।
Kwid এ রয়েছে 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন যা 67 bhp শক্তি এবং 91 Nm টর্ক উত্পাদন করে।

4. Maruti Celerio সস্তায় অটোম্যাটিক গাড়ি কিনতে হলে এগুলোই বেস্ট, তালিকা দেখে নিন
দামঃ 6.38 লক্ষ টাকা থেকে 7.14 লক্ষ টাকা।
Celerio 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত, যা মোট 65.7 bhp শক্তি এবং 89 Nm টর্ক অফার করে।

5. Tata Tiago সস্তায় অটোম্যাটিক গাড়ি কিনতে হলে এগুলোই বেস্ট, তালিকা দেখে নিন
দামঃ 6.95 লক্ষ টাকা থেকে 7.80 লক্ষ টাকা।
Tiago তে 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে এবং ইঞ্জিনটি মোট 85 bhp শক্তি এবং 113 Nm টর্ক সরবরাহ করতে সক্ষম।উলেখ্য নিরাপত্তার দিক দিয়েও এগিয়ে Tata Tiago, কারণ G-NCAP টেস্টে 4 Star Safety Rating পেয়েছে গাড়িটি।

About Author