Read In
Whatsapp

Maruti Suzuki Swift VS Tata Nexon, দুই গাড়ির মধ্যে কে এগিয়ে? পার্থক্য দেখে বিচার করুন

জোর টক্কর টাটা এবং মারুতি সুজুকির বাজেট গাড়ির মধ্যে, কিন্তু প্রতিযোগিতায় এগিয়ে কোন গাড়ি?

Advertisements

ভারতের বাজারে কমদামী গাড়ির ক্ষেত্রে মারুতি সুজুকির বাজার সবচেয়ে বড়। বৈদ্যুতিন গাড়ির ক্ষেত্রে মারুতি সুজুকি উপস্থিত না থাকলেও CNG থেকে পেট্রোল, ডিজেল ইত্যাদির বাজারে একচেটিয়া রাজ চালায় মারুতি সুজুকি। টাটা মোটরসের নতুন Nexon দারুণ মোকাবিলা দিচ্ছে Maruti Suzuki Swift কে। দুই গাড়ির মধ্যে প্রতিযোগিতায় এগিয়ে কোন গাড়ি চলুন দেখে নেওয়া যাক।

Maruti Suzuki Swift Maruti Suzuki Swift VS Tata Nexon, দুই গাড়ির মধ্যে কে এগিয়ে? পার্থক্য দেখে বিচার করুন
খুব শীঘ্রই সংস্থাটির জনপ্রিয় মডেল সুইফটের একটি নতুন সংস্করণ লঞ্চ করার পরিকল্পনা করেছে মারুতি সুজুকি। এই গাড়িতে নতুন ইঞ্জিনের পাশাপাশি 30.9 কিলোমিটারের বেশি মাইলেজ পাওয়া যাবে।নতুন ডিজাইন করা গ্রিল, নতুন এলইডি এবং সামনের দিকে মসৃণ হেডল্যাম্প। এবং এতে রয়েছে আপডেটেড ফ্রন্ট বাম্পার, ব্ল্যাক-আউট পিলার এবং ছাদে রয়েছে প্যানারোমিক রুফ টপ‌।

Advertisements

Maruti Suzuki Swift VS Tata Nexon, দুই গাড়ির মধ্যে কে এগিয়ে? পার্থক্য দেখে বিচার করুন

5.99 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে CNG তে 30.9 কিমি, পেট্রোলে 22.38 কিমি মাইলেজ দেয় swift। 1197 সিসির ইঞ্জিন 89 bhp শক্তি এবং 113 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। গাড়িটিকে স্পোর্টি এবং আকর্ষণীয় লুকের সাথে বাজারে আনছে মারুতি সুজুকি।

Tata Nexon Maruti Suzuki Swift VS Tata Nexon, দুই গাড়ির মধ্যে কে এগিয়ে? পার্থক্য দেখে বিচার করুন
একই দামে বাজারে আসে টাটা মোটরসের Nexon। গাড়িটি এক্স শোরুম দাম শুরু হচ্ছে 8 লক্ষ টাকা থেকে। 5 আসনের গাড়িটি বিভিন্ন ভেরিয়েন্টে 1199 সিসি থেকে 1497 সিসির ইঞ্জিনের সাথে আসে। Nexon এর ডিজেল ভার্সনে 24.07 কিমির মাইলেজ রয়েছে।

Maruti Suzuki Swift VS Tata Nexon, দুই গাড়ির মধ্যে কে এগিয়ে? পার্থক্য দেখে বিচার করুন

পেট্রোলে ভার্সনে 17.33 কিমির রেঞ্জ মেলে। 8টি ভেরিয়েন্টে নানাবিধ আধুনিক পরিষেবা পাবেন আপনি। এছাড়া নিরাপত্তার জন্য 5Star G-NCAP রেটিং রয়েছে Nexon এর। এছাড়া EV ভার্সনেও লঞ্চ হয়েছে গাড়িটি। তুলনা দেখলে বোঝা যায় বিভিন্ন ফিচারস এবং সুরক্ষার ক্ষেত্রে এগিয়ে Nexon। Swift গাড়িটি কেনা যায় সাধ্যের মধ্যে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.