TRENDS
Advertisement

Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি

Maruti Suzuki Brezza SUV : ভারতে গাড়ির বাজারে সবচেয়ে বেশি অংশ দখল করে রয়েছে Maruti Suzuki। হ্যাচব্যাক থেকে শুরু করে SUV, সমস্ত সেগমেন্টেই সেরা গাড়ি বিক্রী করে Maruti। SUV সেগমেন্টে…

Published By: Ritwik | Published On:

Maruti Suzuki Brezza SUV : ভারতে গাড়ির বাজারে সবচেয়ে বেশি অংশ দখল করে রয়েছে Maruti Suzuki। হ্যাচব্যাক থেকে শুরু করে SUV, সমস্ত সেগমেন্টেই সেরা গাড়ি বিক্রী করে Maruti। SUV সেগমেন্টে বেস্ট সেলার Maruti Suzuki Brezza। মধ্যবিত্ত ভারতীয়র ভারী পছন্দের SUV মারুতি সুজুকি ব্রেজ্জা। আকর্ষণীয় ডিজাইন এবং চমৎকার ফিচারসের সাথে লেটেস্ট টেকনোলোজি রয়েছে Maruti Suzuki Brezza তে। বেশ সস্তায় গাড়িটি কিনতে পারবেন আপনি, কীভাবে দেখে নেওয়া যাক চলুন।  Marutisuzukibrezzarightrearthreequarterjpgimage 20230424123645005057

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আপনাদের জানিয়ে রাখি যে, মাত্র 97 হাজার টাকা দিয়েই কিনতে পারেন Maruti Suzuki Brezza। এক্ষেত্রে অবশ্য আপনাকে ফাইন্যান্স প্ল্যানের সহায়তা নিতে হবে। Brezza গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 8.29 লক্ষ টাকা থেকে। টপ মডেলটির দাম রয়েছে 14.04 লক্ষ টাকা।

ফাইন্যান্স প্ল্যান: গাড়িটির বেস মডেল কেনার থাকলে আপনাকে 97 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। পাঁচ বছরের জন্য গাড়িটি ফাইন্যান্সে নিলে 9.8% সুদের হারে প্রতি মাসে 18,381 টাকার EMI দিতে হবে।

Brezza তে 1.5L NA পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি 136 Nm পিক টর্ক সহ 99.2 bhp শক্তি উৎপন্ন করে। CNG ভার্সনে 121.5 Nm পিক টর্ক সহ 86.7 bhp শক্তি উৎপন্ন করে। 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে CNG মোডে 28 km/kg মাইলেজ থাকে। Brezza তে আপনি ইলেকট্রিক সানরুফ, 7.0-ইঞ্চি স্মার্টপ্লে প্রো টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইত্যাদির সুবিধা পেয়ে যাবেন।

Maruti Suzuki Brezza Price

মারুতি সুজুকি ব্রেজা গাড়িটির নিরাপত্তা ব্যবস্থাও দারুণ। গাড়িতে EBD সহ ABS, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, রিয়ার পার্কিং ক্যামেরা সহ রিভার্স পার্কিং সেন্সর, হিল হোল্ড অ্যাসিস্ট এবং ইলেকট্রনিক স্টেবিলিটির মতো ফিচারস পাওয়া যাচ্ছে। উল্লেখ্য যে, Brezza বাজারে Kia Sonet, Renault Kiger এবং Mahindra XUV300 এর সাথে প্রতিযোগিতা করে।

About Author