Read In
Whatsapp

আসন্ন সময়ে দুটি নতুন গাড়ি আনছে Nissan, আগামী বছরের শুরুতেই লঞ্চ হচ্ছে এই গাড়ি

জাপানি বিখ্যাত অটোমোবাইল নির্মাতা Nissan ভারতের বাজারকে দারুণ গুরুত্ব দিয়েছে। বেশ কিছু সময় একটিমাত্র মডেল নিয়ে উপস্থিত থাকলেও আসন্ন সময়ে কোম্পানি পাঁচ পাঁচটি গাড়ি নিয়ে আসছে। নতুন মাঝারি আকারের SUV…

Advertisements

জাপানি বিখ্যাত অটোমোবাইল নির্মাতা Nissan ভারতের বাজারকে দারুণ গুরুত্ব দিয়েছে। বেশ কিছু সময় একটিমাত্র মডেল নিয়ে উপস্থিত থাকলেও আসন্ন সময়ে কোম্পানি পাঁচ পাঁচটি গাড়ি নিয়ে আসছে। নতুন মাঝারি আকারের SUV সহ সাত আসনের SUV, বাজেট MPV এবং CMF-A প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে একটি এন্ট্রি-লেভেল EV তৈরির কাজও চালাচ্ছে তারা। আসন্ন সময়ে দুটি নতুন গাড়ি আনছে Nissan, আগামী বছরের শুরুতেই লঞ্চ হচ্ছে এই গাড়ি

Renault-Nissan জোটের নতুন পণ্য প্রবর্তনের জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এখানে জানিয়ে রাখি যে, আসন্ন মাঝারি আকারের SUVটি নতুন-জেনারেশন Dacia Duster-এর উপর ভিত্তি করে তৈরি করা হবে। EV এর ক্ষেত্রে বিদেশে বিক্রি হওয়া Kwid EV-এর উপর ভিত্তি করে তৈরি হবে। বাকি সমস্ত গাড়ি আসতে কিছু সময় লাগলেও দুটি গাড়ি রয়েছে যা শীঘ্রই দেশের বাজারে আসছে।

Advertisements

1. Nissan X-Trailআসন্ন সময়ে দুটি নতুন গাড়ি আনছে Nissan, আগামী বছরের শুরুতেই লঞ্চ হচ্ছে এই গাড়ি
আগামী বছর CKD রুটের মাধ্যমে দেশে আসতে চলেছে নতুন X-Trail। তবে সেই নিয়ে এক্ষুনি কোনো নিশ্চিৎ তথ্য সামনে আসেনি। Mitsubishi Outlander এর মতো একই CMF-C প্ল্যাটফর্ম দ্বারা আন্ডারপিন করা হবে নতুন গাড়িটি। X-Trail কে শক্তি জোগানোর জন্য থাকবে 1.5L VC-Turbo থ্রি-পট পেট্রল ইঞ্জিন। গাড়িটি VW Tiguan এবং Skoda Kodiaq-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

2. Nissan Magnite facelift আসন্ন সময়ে দুটি নতুন গাড়ি আনছে Nissan, আগামী বছরের শুরুতেই লঞ্চ হচ্ছে এই গাড়ি
বাজারে যে Nissan Magnite রয়েছে তার নতুন Facelift ভার্সন আসছে শীঘ্রই। সাব-ফোর-মিটার SUV সেগমেন্টে আসা Magnite বর্তমানে Nissan এর একমাত্র পণ্য। গাড়িটির বিক্রি বাড়াতে সেখানে Cosmetic change সহ ইন্টারনাল লুকে পরিবর্তন থাকছে। যদিও সেখানে যান্ত্রিক পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের মতই 1.0L থ্রি-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন শক্তি জোগাবে Magnite Facelift কে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.