Read In
Whatsapp

উৎসবের মরশুমে হাসি ফোটাবে নতুন গাড়ি, টাটা থেকে মাহিন্দ্রার এই তিনটি 7 আসনের গাড়ি থাকুক আপনার নজরে

খুব শীঘ্রই ভারতে আসছে সেরা তিনটি 7-সিটার SUV, দেখে নিন সম্পূর্ন তালিকা এখানে আমরা আপনাকে সমস্ত মূল বিবরণ দিয়েছি

Advertisements

ভারতে ৭ আসনের গাড়ির চাহিদা সর্বদাই বেশি। কিন্তু আপনার টার্গেট সদি হয় ফ্যামিলি কার তাহলে 7 আসনের ক্যাটেগরিতে তাহলে কোন গাড়ি কেনা উচিৎ আপনার? নীচে এরকমই তিনটি সেরা গাড়ি সম্পর্কে বলা হলো, শীঘ্রই বাজারে আসছে এগুলো।

1) মাহিন্দ্রা বোলেরো নিও (Mahindra Bolero Neo) : উৎসবের মরশুমে হাসি ফোটাবে নতুন গাড়ি, টাটা থেকে মাহিন্দ্রার এই তিনটি 7 আসনের গাড়ি থাকুক আপনার নজরে এই গাড়িতে1.5 লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। সেটি 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত। গাড়িতে থাকা 1493 সিসির শক্তিশালী ইঞ্জিন 100 PS শক্তি এবং 260 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। 7-ইঞ্চি টাচস্ক্রিনের সাথে ইনফোটেইনমেন্ট সিস্টেমও রয়েছে গাড়িতে। উল্লেখ্য, এখানে আপনি ক্রুজ কন্ট্রোল, ISOFIX চাইল্ড মাউন্ট কীলেস এন্ট্রির মতো অ্যাডভান্স ফিচার পেয়ে যাবেন। এছাড়া ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, EBD সহ ABS, রিভার্স অ্যাসিস্ট সহ রিয়ার পার্কিং সেন্সরও রয়েছে।

Advertisements

2) Tata Safari: উৎসবের মরশুমে হাসি ফোটাবে নতুন গাড়ি, টাটা থেকে মাহিন্দ্রার এই তিনটি 7 আসনের গাড়ি থাকুক আপনার নজরে টাটা মোটরসের সাফারি গাড়িটি SUV ক্যাটাগরির অধীনে আসে। বিগত 25 বছর ধরে ভারতের বাজারে নিজের স্থান বানিয়েছে Tata Safari। নিরাপত্তা থেকে শুরু করে প্যানোরামিক সানরুফ এবং ADAS এর মতো বৈশিষ্ট্যগুলি আপনার রাইডকে আরো উন্নত করে তোলে। সেজন্যই টাটা সাফারির এর চাহিদা যে, আপাতত গাড়িটি কিনতে লম্বা অপেক্ষা করতে হবে আপনাকে। 7 আসনের টাটা সাফারির দাম শুরু হচ্ছে 15.64 লক্ষ টাকা থেকে।

3) Citroen C3 Aircross : উৎসবের মরশুমে হাসি ফোটাবে নতুন গাড়ি, টাটা থেকে মাহিন্দ্রার এই তিনটি 7 আসনের গাড়ি থাকুক আপনার নজরে এই গাড়িটির দুটি ভার্সন নিয়ে এসেছে Citroen। সেগুলোর মধ্যে ফারাক কেবল দুই ক্ষেত্রে। একটি 5 সিটার গাড়ি এবং অন্যটি 7-সিটার। 1.2L এর 3-সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে, যা মোট 110 PS শক্তি এবং 190 Nm টর্ক উৎপন্ন করে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.