TRENDS
Advertisement

BMW এর অর্ধেক দামেই শক্তিশালী সেডান লঞ্চ করল MG, এবার অর্ধেক দামেই ডবল আনন্দ নিয়ে নিন

সদ্যই চিনা কোম্পানি MG Motors এমন একটি যান লঞ্চ করেছে যা টক্কর দেবে BMW এর বিভিন্ন গাড়িকেও। চিনের বাজারে লঞ্চ হয়েছে MG এর নতুন MG 7 সেডান। যা হাই এন্ড…

Published By: Ritwik | Published On:

সদ্যই চিনা কোম্পানি MG Motors এমন একটি যান লঞ্চ করেছে যা টক্কর দেবে BMW এর বিভিন্ন গাড়িকেও। চিনের বাজারে লঞ্চ হয়েছে MG এর নতুন MG 7 সেডান। যা হাই এন্ড সেডান ফিচারসের সাথে আসে। এন্ট্রি লেভেল BMW গাড়ির থেকে অনেক সস্তায় দারুণ স্পেক্স অফার করছে MG। চলুন গাড়িটি সম্পর্কে জানাই আপনাদের। BMW এর অর্ধেক দামেই শক্তিশালী সেডান লঞ্চ করল MG, এবার অর্ধেক দামেই ডবল আনন্দ নিয়ে নিন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

নতুন MG7 সেডান
MG সদ্যই চিনা লাইন আপের জন্য নতুন বড় সেডান লঞ্চ করেছে। এই স্টাইলিশ সেডান চিন তো বটেই সেই সাথে ভারত সহ পড়শী দেশগুলোতেও লঞ্চ হতে পারে। MG7 একটি বড় আকারের লাক্সারি লুকের সাথে আসে। সেখানে সুপারকারের মতোই ডিজাইন দিয়েছে চিনা সংস্থা MG। সেইসাথে ইঞ্জিনও দারুণ শক্তিশালী।

BMW এর অর্ধেক দামেই শক্তিশালী সেডান লঞ্চ করল MG, এবার অর্ধেক দামেই ডবল আনন্দ নিয়ে নিন

ইঞ্জিন এবং পাওয়ারট্রেন: খবর অনুযায়ী MG 7 গাড়িতে 2 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে MG Motors। এই ইঞ্জিন মোট 254 hp শক্তি (189 kW/257 PS) এবং 405 Nm টর্ক প্রদান করে! যা নিজের সেগমেন্টের অন্যান্য গাড়ির থেকে বেশ অনেকখানি এগিয়ে। এই ইঞ্জিনের সাথে যুক্ত থাকবে 9 গতির ZF অটোম্যাটিক ট্রান্সমিশন। BMW এর অর্ধেক দামেই শক্তিশালী সেডান লঞ্চ করল MG, এবার অর্ধেক দামেই ডবল আনন্দ নিয়ে নিন

যদিও এখনো পর্যন্ত সমস্ত কিছু জানা যায়নি তবে খবর আসছে যে, প্লাগ ইন হাইব্রিড হিসেবেও গাড়িটি লঞ্চ করতে পারে MG। ফুল সাইজ সেডানটি বর্তমানে কেবল চিনের বাজারেই উপলব্ধ। তবে গাড়িটির ভারতের লঞ্চ হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। চিনা মার্কেটে গাড়িটির দাম রয়েছে 15 থেকে 20 লক্ষ টাকা। তাই ধরেই নেওয়া যেতে পারে যে, ভারতের বাজারে MG 7 এর দাম থাকতে পারে 20 থেকে 25 লাখের মধ্যে। যা এই বাজেটে গাড়িটিকে অন্যান্য গাড়ির থেকে এগিয়ে রাখবে।

About Author