Read In
Whatsapp

600 কিমি মাইলেজ সহ আসছে Mercedes এর নতুন গাড়ি, 31 মিনিটে হবে ফুল চার্জ

বৈদ্যুতিক বাজার ধরতে বড় পদক্ষেপ নিয়েছে Mercedes Benz। সদ্যই কোম্পানি বাজারে নিয়ে এসেছে Maybach EQS 680। গাড়িটি একবার চার্জে চিত্তাকর্ষক 600 কিমি ড্রাইভিং রেঞ্জ দিতে সক্ষম। তবে শুধু লম্বা মাইলেজই…

Advertisements

বৈদ্যুতিক বাজার ধরতে বড় পদক্ষেপ নিয়েছে Mercedes Benz। সদ্যই কোম্পানি বাজারে নিয়ে এসেছে Maybach EQS 680। গাড়িটি একবার চার্জে চিত্তাকর্ষক 600 কিমি ড্রাইভিং রেঞ্জ দিতে সক্ষম। তবে শুধু লম্বা মাইলেজই নয়, একইসাথে বেশ দ্রুত গতিতে চলতে সক্ষম এটি। 600 কিমি মাইলেজ সহ আসছে Mercedes এর নতুন গাড়ি, 31 মিনিটে হবে ফুল চার্জ

Maybach EQS 680 মাত্র 4.4 সেকেন্ডেই 100 কিমি প্রতি ঘণ্টায় ছুটতে পারে। বিলাসবহুল বৈদ্যুতিক SUV টির ফিচারস সম্পর্কে নিচে দেওয়া হলো।

Advertisements

যদিও গাড়িটির ডেলিভারি এবং দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি Mercedes। আগামী 2024 সালের ডিসেম্বর নাগাদ গাড়িটি লঞ্চ হতে পারে বাজারে। খবর অনুযায়ী গাড়িটির এক্স শোরুম দাম হতে পারে 3.8 কোটি টাকা। বিলাসবহুল বাজারে গাড়িটি দুর্দান্ত অপশন হয়ে উঠতে চলছে। 600 কিমি মাইলেজ সহ আসছে Mercedes এর নতুন গাড়ি, 31 মিনিটে হবে ফুল চার্জ

মার্সিডিজের ডুয়াল-টোন হুইল অপশন সহ Maybach EQS 680 এর ডিজাইন মার্সিডিজের অনন্য ডিজাইনের সাথেই আসে। গাড়িতে 15-স্পীকার সাউন্ড সিস্টেম সহ 11.6-ইঞ্চি ইনস্টুমেন্ট ক্লাস্টার, পিছনের প্যাসেঞ্জার স্ক্রিন সহ 4-ডি সাউন্ড সিস্টেম উপস্থিত।

Rolls Royce Specter EV-কে প্রতিদ্বন্দ্বী করতে Maybach EQS 680 গাড়িতে একটি ডুয়াল-মোটর কনফিগারেশন রয়েছে যা 658 PS শক্তি এবং 950 Nm এর টর্ক তৈরি করতে সক্ষম। গাড়িটি একটি অল-হুইল-ড্রাইভ SUV হিসাবেও বিখ্যাত। গাড়িতে 135 kWh ব্যাটারি রয়েছে।

600 কিমি মাইলেজ সহ আসছে Mercedes এর নতুন গাড়ি, 31 মিনিটে হবে ফুল চার্জ

Maybach EQS 680 একটি 22 kW চার্জার ব্যবহার করে। আর এই চার্জারের সাহায্যে 6 ঘন্টা এবং 15 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। Maybach EQS 680 সুইফ্ট চার্জিং প্রযুক্তির সাথে আসে। এছাড়া 200 kW DC ফাস্ট চার্জারের সাথে মাত্র 31 মিনিটেই গাড়িটি ফুল চার্জ হয়ে যায়।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.