Read In
Whatsapp

উৎসবের মরশুমে একগুচ্ছ অফারের ঘোষণা মারুতি সুজুকির, এই পরিমাণ ছাড় থাকবে প্রতিটি গাড়ির ওপর

দীপাবলি এবং ধনতেরাসের মরশুমে দারুণ ডিসকাউন্ট ডিল এবং সুবিধার ঘোষণা করেছে মারুতি সুজুকি। চলুন দেখে নেওয়া যাক গ্রাহক টানতে কী কী ছাড়ের কথা ঘোষণা করেছে মারুতি সুজুকি। Alto K10 এন্ট্রি-লেভেল…

Advertisements

দীপাবলি এবং ধনতেরাসের মরশুমে দারুণ ডিসকাউন্ট ডিল এবং সুবিধার ঘোষণা করেছে মারুতি সুজুকি। চলুন দেখে নেওয়া যাক গ্রাহক টানতে কী কী ছাড়ের কথা ঘোষণা করেছে মারুতি সুজুকি।

Alto K10 উৎসবের মরশুমে একগুচ্ছ অফারের ঘোষণা মারুতি সুজুকির, এই পরিমাণ ছাড় থাকবে প্রতিটি গাড়ির ওপর
এন্ট্রি-লেভেল Alto K10 এও 30,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং পেট্রোল সংস্করণে নগদ 15,000 টাকা ছাড় দিয়েছে। Alto K10 এর CNG ভেরিয়েন্টে 1000 টাকার ছাড় সহ 20,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 15,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়।

Advertisements

S-Presso উৎসবের মরশুমে একগুচ্ছ অফারের ঘোষণা মারুতি সুজুকির, এই পরিমাণ ছাড় থাকবে প্রতিটি গাড়ির ওপর
S-Presso গাড়িতে 30,000 টাকার এক্সচেঞ্জ বোনাস সহ 20,000 টাকার নগদ ছাড় পাওয়া যায়। অর্থাৎ মোট 50,000 টাকার বড় ছাড় পাওয়া যায় S-Presso তে।

Wagon R
টল-রাইডিং হ্যাচব্যাকটি বেশ জনপ্রিয়। এখানেও 25,000 টাকার নগদ ছাড় সহ সাত বছরের কম গাড়ির জন্য 20,000 টাকার এক্সচেঞ্জে বোনাস এবং সাত বছরের কম গাড়ির ক্ষেত্রে 15,000 টাকা ছাড় পাওয়া যায়।

Celerio উৎসবের মরশুমে একগুচ্ছ অফারের ঘোষণা মারুতি সুজুকির, এই পরিমাণ ছাড় থাকবে প্রতিটি গাড়ির ওপর
Celerio এর VXi, ZXi এবং ZXi+ ম্যানুয়াল পেট্রোল ভেরিয়েন্টগুলিতে 35,000 টাকার নগদ ছাড় এবং বিনিময় বোনাস হিসেবে 20,000 টাকার ছাড় পাওয়া যায়। Celerio-এর CNG এবং AMT সংস্করণগুলিতে ছাড়ের অংক 30,000। সেইসাথে এক্সচেঞ্জ বোনাস পাওয়া যায় 20,000 টাকা।

Swift উৎসবের মরশুমে একগুচ্ছ অফারের ঘোষণা মারুতি সুজুকির, এই পরিমাণ ছাড় থাকবে প্রতিটি গাড়ির ওপর
সুইফট কমপ্যাক্ট হ্যাচব্যাক গ্রাহকদের জন্য মোট 25,000 টাকার ছাড় এবং 7 বছরের কম গাড়ির জন্য 20,000 টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যায়। সাত বছরের বেশি বয়সী গাড়ির পেট্রোল সংস্করণে মাত্র 15,000 টাকার ছাড় রয়েছে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.