Read In
Whatsapp

Maruti-র এই 8 সিটার গাড়ির সামনে পাত্তা পাবেনা কেউ, 24 কিমি মাইলেজের সঙ্গে পাবেন প্রিমিয়াম ফিচার্স! দাম কত?

পেট্রোল ইঞ্জিনের সাথে দুর্দান্ত মাইলেজ, বড় বুট স্পেস এবং শক্তিশালী ইঞ্জিন দেখতে পাবেন Invicto তে, 24 কিমি মাইলেজ সহ সম্পূর্ন ফিচারস দেখে নিন।

Advertisements

মারুতি সুজুকি সদ্যই তাদের নতুন ফ্ল্যাগশিপ গাড়ি Invicto লঞ্চ করেছে। নতুন গাড়িটি মূলত টয়োটা ইনোভা হাইক্রস (Toyota Innova Hycross) প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে বানানো হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ভার্সনে এসেছে বাজারে। আর Invicto গাড়িটিকে লঞ্চ করে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে কোম্পানি, চলুন দেখে নেওয়া যাক কী কী অফার থাকছে সেখানে।Maruti-র এই 8 সিটার গাড়ির সামনে পাত্তা পাবেনা কেউ, 24 কিমি মাইলেজের সঙ্গে পাবেন প্রিমিয়াম ফিচার্স! দাম কত?

টয়োটা’র প্ল্যাটফর্মের ওপর তৈরি হওয়ার কারণে ইনভিক্টোর সাথে হাইক্রসের বেশ কিছু মিল পাওয়া যায়। তবে নেক্সা ডিলারশিপের অধীনে আসা গাড়িটির সিগনেচার ডে টাইম রানিং ল্যাম্প রয়েছে৷ এছাড়া Invicto MPV তে একদম নতুন ডিজাইনে তৈরী ফ্রন্ট বাম্পার এবং ফক্স স্কিড প্লেট রয়েছে। যদিও Hycross এবং Invicto এর 17-ইঞ্চি অ্যালয় হুইলের ডিজাইন ভিন্ন ভিন্ন, কিন্তু পাশাপাশি রাখলেও খুব বেশি পার্থক্য বুঝতে পারবেন না আপনি।

Advertisements

ইঞ্জিনের ক্ষমতা এবং মাইলেজ : Invicto MPV তে বেশ শক্তিশালী ইঞ্জিন রয়েছে। ইনভিক্টো গাড়িতে হাইব্রিড 2.0লিটার, চার-সিলিন্ডারের ইঞ্জিন থাকবে যেটি একটি বৈদ্যুতিক মোটরের সাথেও যুক্ত। গাড়িটির মোট কর্মক্ষমতা 172 hp এবং সেটি মোট 188 Nm টর্ক তৈরি করতে সক্ষম! তারফলে মাত্র 9.5 সেকেন্ডেই 100kph গতিতে চলতে সক্ষম Invicto। জ্বালানি তেলের ক্ষেত্রে গাড়িটি প্রতি লিটারে 23.24 কিমির মাইলেজ দেয়।Maruti-র এই 8 সিটার গাড়ির সামনে পাত্তা পাবেনা কেউ, 24 কিমি মাইলেজের সঙ্গে পাবেন প্রিমিয়াম ফিচার্স! দাম কত?

অতিরিক্ত ফিচারস : Invicto-এর বুট স্পেস 239 লিটার যদিও আপনি সেটিকে 690 লিটার পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। গাড়িতে Entertainment এর জন্য একটি 10.1-ইঞ্চি র টাচস্ক্রিন ওয়্যারলেস ডিসপ্লে রয়েছে। সেখানে আপনি Android Auto এবং Apple CarPlay উভয়ই ব্যবহার করতে পারেন। গাড়িটিতে সুবিধার মধ্যে রয়েছে অ্যাম্বিয়েন্ট আলো সহ প্যানোরামিক সানরুফ, 360-ডিগ্রি ক্যামেরা, 50 টিরও বেশি সুজুকি কানেক্ট ফিচার, ছয়টি এয়ারব্যাগ, ABS, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, স্টেবিলিটি কন্ট্রোল এবং হিল স্টার্ট অ্যাসিস্ট।

Maruti-র এই 8 সিটার গাড়ির সামনে পাত্তা পাবেনা কেউ, 24 কিমি মাইলেজের সঙ্গে পাবেন প্রিমিয়াম ফিচার্স! দাম কত?দাম : 24.79 লক্ষ টাকা থেকে এক্স শোরুম দাম শুরু হচ্ছে নতুন গাড়িটির। বিভিন্ন ভার্সনের জন্য দামের অংকও বিভিন্নরকম। 7 আসন এবং 8 আসনের সাথে উপস্থিত গাড়িটির বিভিন্ন ভার্সনের দাম দেখে নিন

জেটা+ 7 আসন : 24.79 লক্ষ টাকা
জেটা+ 8 আসন : 24.84 লক্ষ টাকাx
আলফা+ 7আসন : 28.42 লক্ষ টাকা

Maruti-র এই 8 সিটার গাড়ির সামনে পাত্তা পাবেনা কেউ, 24 কিমি মাইলেজের সঙ্গে পাবেন প্রিমিয়াম ফিচার্স! দাম কত?বাজারে অবশ্য ইনভিক্টোর প্রতিদ্বন্দ্বীর সংখ্যাটা নেহাৎ কম নয়। কারণ বাজারে টিকে থাকতে হলে ইনভিক্টোকে মাহিন্দ্রার XUV 700 এবং Scorpio N, Hyundai Alcazar , MG Hector Plus এবং Tata Safari-র সাথে লড়তে হবে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.