Read In
Whatsapp

মারুতি সুজুকির নতুন হাইব্রিড গাড়ি দারুণ বিকচ্ছে বাজারে, দাম এবং ফিচারস দেখে নিন

মারুতির এই গাড়ি বাজার কেড়েছে KIA, Hyundai এর, চাহিদা দেখলে মাথা খারাপ হবে আপনারও

Advertisements

ভারতের বাজারে একাধিক হাইব্রিড গাড়ি লঞ্চ হয়েছে। জ্বালানি গাড়ির চাহিদা কমে বর্তমানে হাইব্রিড এবং EV অনেক বেশী বিক্রি চলছে। লো বাজেট সেগমেন্টে মারুতি সুজুকি একটি দারুণ হাইব্রিড গাড়ি লঞ্চ করেছে। আজ আমরা যে গাড়িটির কথা বলছি সেটির নাম Maruti Suzuki Grand Vitara। ভারতের বাজারে গাড়িটির সাথে প্রতিযোগিতা চলছে Hyundai Creta, Honda Elevate, Kia Seltos, Volkswagen Taigun, Skoda Kushaq এবং MG Astor-এর সাথে। চলুন দেখে নেওয়া যাক গাড়িটি কেমন। মারুতি সুজুকির নতুন হাইব্রিড গাড়ি দারুণ বিকচ্ছে বাজারে, দাম এবং ফিচারস দেখে নিন

ফিচারসঃ SUV গাড়িতে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS) পাওয়া যায়। 1490cc পেট্রোল ইঞ্জিন সহ গাড়িটি সিএনজি এবং হাইব্রিড আর বৈদ্যুতিক সংস্করণের সাথেও আসে। ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় উভয় ট্রান্সমিশনের সাথেই কিনতে পারবেন আপনি। 7-ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, প্যানোরামিক সানরুফ এরয়েছে। মারুতি গ্র্যান্ড ভিটারায় হাইব্রিড ই-সিভিটি সংস্করণও রয়েছে। যাত্রীদের সুবিধার্থে আরামদায়ক ভারী সাসপেনশন পাওয়া যায় গাড়িতে।

Advertisements

পাওয়ারট্রেনঃ 1490cc পেট্রোল ইঞ্জিন রয়েছে Grand Vitara তে। যা মোট 101.64 Bhp শক্তি এবং 220 Nm টর্ক উৎপন্ন করে। উল্লেখ্য 27.97 kmpl এর মাইলেজ পাওয়া যায়।

সুরক্ষাঃ মারুতি গ্র্যান্ড ভিটারায় দুই চাকা ড্রাইভ এবং চার চাকা ড্রাইভ উভয় বিকল্পই পেয়ে যাচ্ছেন। শক্তিশালী গাড়িটিতে রয়েছে 6-স্পীড অটোমেটিক গিয়ারবক্স। EBD সহ ABS এর নিরাপত্তা বৈশিষ্ট্যও রয়েছে। নিরাপত্তার জন্য 360-ডিগ্রি ক্যামেরা এবং ছয়টি এয়ারব্যাগ দেওয়া হয়েছে। ISOFIX চাইল্ড-সিট অ্যাঙ্করের উন্নত বৈশিষ্ট্য গাড়ির পিছনের সিটে উপলব্ধ। এছাড়া হিল অ্যাসিস্ট কন্ট্রোল এবং হেড-আপ ডিসপ্লের সুবিধাও পাবেন আপনি।
মারুতি সুজুকির নতুন হাইব্রিড গাড়ি দারুণ বিকচ্ছে বাজারে, দাম এবং ফিচারস দেখে নিন
দামঃ দুর্দান্ত গাড়িটির প্রারম্ভিক এক্স-শোরুম দাম 11 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। শীর্ষ মডেলটির এক্স-শোরুম দাম 19.65 লাখ টাকা।বর্তমানে 9টি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে গাড়িটি।

উল্লেখ্য, গাড়িটি গত বছর সেপ্টেম্বরে লঞ্চ হয়। লঞ্চের এক বছরের মধ্যেই এখনো পর্যন্ত এক লাখের বেশি ইউনিট বিক্রি হয়েছে। এমনকি বর্তমানে প্রায় 27000 বুকিং ওয়েটলিস্টে রয়েছে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.