Read In
Whatsapp

দারুণ বিক্রি, মাইলেজ দিচ্ছে ভরপুর! ঝটপট দেখে নিন 10 লাখের নিচের এই সেরা 5 টি গাড়ি

10 লাখের নিচে সেরা 5 হাই টেক গাড়ি, দিচ্ছে দারুণ মাইলেজ! রইল দাম ও স্পেশিফিকেশন।

Advertisements

মারুতি এমন এক কোম্পানি যে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত প্রত্যেকের জন্যই গাড়ি এনেছে। আজকের প্রতিবেদনে আমরা মিড সেগমেন্টের কিছু গাড়ির কথা বলব। মারুতি সুজুকি তার অনেক গাড়ি মিড সেগমেন্টে অফার করে। এর মধ্যে সিএনজি গাড়িও রয়েছে। 10 লক্ষ টাকার নিচে দামের এই গাড়িগুলি উচ্চ মাইলেজ এবং দুর্দান্ত যাত্রার অভিজ্ঞতা দেয়। নিরাপত্তার জন্য এগুলিতে এয়ারব্যাগ এবং ABS-এর মতো শক্তিশালী বৈশিষ্ট্য রয়েছে। চলুন দেখে নিই এমন পাঁচটি গাড়ির সম্বন্ধে।

মারুতি ব্রেজা (Maruti Brezza Vxi CNG) : তালিকার প্রথমেই রয়েছে মারুতি ব্রেজা। এটি Vxi মডেলে আসে। গাড়িটির মাইলেজ প্রায় 25.51 কিমি/কেজি। গাড়িটি মোট ৫ টি রঙে উপলব্ধ রয়েছে। এতে রয়েছে একটি 1462 cc ইঞ্জিন। যা 4200 rpm এ 121.5 Nm শক্তি জেনারেট করতে সক্ষম। গাড়িটির এক্স-শোরুম দাম 10.60 লক্ষ টাকা।

Advertisements

দারুণ বিক্রি, মাইলেজ দিচ্ছে ভরপুর! ঝটপট দেখে নিন 10 লাখের নিচের এই সেরা 5 টি গাড়ি

মারুতি বালেনো (Maruti Baleno): এই গাড়ির ডেল্টা ভেরিয়েন্টে সিএনজি বিকল্প পাওয়া যায়। এতে আপনি পেয়ে যাবেন 30.61 কিমি/কেজি মাইলেজ। গাড়িটির ডেল্টা সিএনজিতে 7টি রঙের বিকল্প পাওয়া যায়। এতে রয়েছে 1197 cc এর শক্তিশালী ইঞ্জিন, যা 76.43 bhp এবং 98.5 Nm শক্তি জেনারেট করতে সক্ষম। গাড়ির মূল্য, 8.35 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

দারুণ বিক্রি, মাইলেজ দিচ্ছে ভরপুর! ঝটপট দেখে নিন 10 লাখের নিচের এই সেরা 5 টি গাড়ি

মারুতি ফ্রংক্স (Maruti FRONX) : এর সিগমা ভেরিয়েন্টে CNG পাওয়া যাচ্ছে। মাইলেজের কথা বললে এতে আপনি পেয়ে যাবেন, 28.51 কিমি/কেজি। মোট 9 টি কালার অপশন রয়েছে এই গাড়িটিতে। গাড়িটিতে 1197 cc ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। এই শক্তিশালী ইঞ্জিনটি 6000 rpm-এ 76.43 Bhp শক্তি এবং 4300 rpm-এ 98.5 Nm টর্ক জেনারেট করে। গাড়ির দাম 8.41 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

দারুণ বিক্রি, মাইলেজ দিচ্ছে ভরপুর! ঝটপট দেখে নিন 10 লাখের নিচের এই সেরা 5 টি গাড়ি

মারুতি ডিজায়ার (Maruti Dzire) : গাড়িটি CNG এর VXI মডেলে আসে। এতে আপনি পেয়ে যাবেন, 31.12 কিমি/কেজি মাইলেজ। গাড়িটিতে মোট 7টি রঙের বিকল্প রয়েছে। এতে পেয়ে যাবেন 1197 cc ইঞ্জিন। ম্যানুয়াল ট্রান্সমিশন সহ গাড়িটিতে দেওয়া হয়েছে 1197 সিসি ইঞ্জিন। যা 76.43 bhp শক্তি এবং 98.5 Nm টর্ক জেনারেট করতে সক্ষম।গাড়িটির প্রারম্ভিক মূল্য 8.39 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

দারুণ বিক্রি, মাইলেজ দিচ্ছে ভরপুর! ঝটপট দেখে নিন 10 লাখের নিচের এই সেরা 5 টি গাড়ি

মারুতি সুইফট (Maruti Swift) : এটি একটি 5 সিটার গাড়ি। গাড়ির ভিএক্সআই মডেলটি সিএনজি ভার্সনে পাওয়া যায়। 30.9 কিমি/কেজি মাইলেজ দিতে সক্ষম এই গাড়ি। এই গাড়ির ক্ষেত্রে মোট 6 টি কালার অপশন পাবেন। এতে পেয়ে যাবেন 1197 cc ইঞ্জিন, যা 76.43 bhp এবং 98.5 Nm7 টর্ক জেনারেট করতে সক্ষম। দামের কথা বললে এই গাড়ির প্রারম্ভিক দাম 7.85 লক্ষ টাকা (এক্স শোরুম)

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.