Read In
Whatsapp

10 লাখের বাজেটে রতন টাটার কোম্পানি সহ 5খানা নতুন গাড়ি লঞ্চ হচ্ছে, 2024 হতে চলেছে আরো জাঁকজমক

ভারতের গাড়ির বাজার ধীরে ধীরে বড় হয়েছে। যদিও এই বাজারের একটা বড় অংশ কেবল 10 লাখের বাজেটের গাড়ির। 2023 সালে এই সেগমেন্ট যেমন টপ পারফর্মার ছিল তেমনই আসন্ন 2024 সালও…

Advertisements

ভারতের গাড়ির বাজার ধীরে ধীরে বড় হয়েছে। যদিও এই বাজারের একটা বড় অংশ কেবল 10 লাখের বাজেটের গাড়ির। 2023 সালে এই সেগমেন্ট যেমন টপ পারফর্মার ছিল তেমনই আসন্ন 2024 সালও এই সেগমেন্টের জন্য বেশ উত্তেজনার হতে চলেছে। আর সেজন্য দায়ী নিম্নোক্ত 5টি গাড়ি। চলুন সেগুলো দেখে নেওয়া যাক।

1) Maruti Suzuki Swift 10 লাখের বাজেটে রতন টাটার কোম্পানি সহ 5খানা নতুন গাড়ি লঞ্চ হচ্ছে, 2024 হতে চলেছে আরো জাঁকজমক
মারুতি সুজুকির অন্যতম প্রতীক্ষিত হ্যাচব্যাক গাড়ি নতুন Swift। সম্প্রতি গাড়িটি জাপানে প্রদর্শন করা হয়েছে এবং আসন্ন গাড়িটি কোম্পানির চতুর্থ প্রজন্মের গাড়ি হতে চলেছে। আগামী 2024 সালের প্রথম দিকে এটি ভারতে লঞ্চ হবে। নতুন Swift HEARTECT প্ল্যাটফর্মের সাথে আসবে যা রাস্তায় গাড়িটিকে আগের চেয়ে আরো মসৃণ করে তুলবে। গাড়িটির মাইলেজ থাকবে 30 থেকে 40 kmpl এর মধ্যে।

Advertisements

2) KIA Sonet 10 লাখের বাজেটে রতন টাটার কোম্পানি সহ 5খানা নতুন গাড়ি লঞ্চ হচ্ছে, 2024 হতে চলেছে আরো জাঁকজমক
2024 সালের শুরুর দিকে একগুচ্ছ সংশোধনের পর লঞ্চ হবে নতুন Kia Sonet ফেসলিফ্ট। গাড়ির অন্দরসজ্জায় যেমন পরিবর্তন আসবে তেমনই বদলাবে বাইরের ডিজাইনও। ইঞ্জিনে অবশ্য সেরকম কিছু পরিবর্তন দেখা যাবেনা। নতুন ভার্সনে যুক্ত হচ্ছে LED DRL, ফগ ল্যাম্প। আগের মতই 1.2L, 1.5L ইঞ্জিনের সাথে লঞ্চ হচ্ছে Sonet। নতুন ভার্সনে 360° ক্যামেরা এবং পার্কিং সেন্সর সহ উন্নত মাধ্যমের ADAS ফিচারস থাকছে Sonet Facelift এ।

3) Maruti Suzuki Dzire 10 লাখের বাজেটে রতন টাটার কোম্পানি সহ 5খানা নতুন গাড়ি লঞ্চ হচ্ছে, 2024 হতে চলেছে আরো জাঁকজমক
Swift বাজারে আসার পরই আসবে Dzire। এটিও কোম্পানির চতুর্থ প্রজন্মের গাড়ি হতে চলেছে। 2024 এর মার্চ মাসের দিকে গাড়িটি লঞ্চ হবে। সেখানে CNG ছাড়াও শক্তিশালী 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন থাকবে। এটি 5 স্পিড গিয়ারবক্স সহ Dzire মাইল্ড হাইব্রিড অপশনও পাওয়া যাবে।

4) Tata Altroz Facelift 10 লাখের বাজেটে রতন টাটার কোম্পানি সহ 5খানা নতুন গাড়ি লঞ্চ হচ্ছে, 2024 হতে চলেছে আরো জাঁকজমক
টাটা মোটরসের Altroz Facelift হবে সম্পূর্ণ নতুন প্রজন্মের গাড়ি। এর ফ্রন্ট লুক খুব ফিউচারিস্টিক করা হয়েছে। নতুন গাড়িটি পুরানোর তুলনায় বড় 10.25 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম পাবে। এছাড়া সেখানে 7 ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকতে চলেছে। Altroz Facelift এর ইন্টেরিয়র আগের চেয়ে অনেক বেশি ক্ল্যাসিকাল করে তোলা হয়েছে। ডুয়াল টোন অপশন সহ গাড়ির বাইরের লুক বেশ দারুণ হবে। উল্লেখ্য যে, Altroz এর পাওয়ার ট্রেনে কোনো পরিবর্তন করা হচ্ছে না।

5) Nissan Magnite facelift 10 লাখের বাজেটে রতন টাটার কোম্পানি সহ 5খানা নতুন গাড়ি লঞ্চ হচ্ছে, 2024 হতে চলেছে আরো জাঁকজমক
বাজারে যে Nissan Magnite রয়েছে তার নতুন Facelift ভার্সন আসছে শীঘ্রই। সাব-ফোর-মিটার SUV সেগমেন্টে আসা Magnite বর্তমানে Nissan এর একমাত্র পণ্য। গাড়িটির বিক্রি বাড়াতে সেখানে Cosmetic change সহ ইন্টারনাল লুকে পরিবর্তন থাকছে। যদিও সেখানে যান্ত্রিক পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের মতই 1.0L থ্রি-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন শক্তি জোগাবে Magnite Facelift কে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.