Read In
Whatsapp

কেন কিনবেন Honda Elevate? রইল বিশেষ 5টি কারণ

বাকিদের ছেড়ে Honda নেবেন কেন ভাবছেন? দেখে নিন আসল কারণ

Advertisements

Honda সম্প্রতি ভারতে তাদের প্রথম কমপ্যাক্ট SUV, Elevate লঞ্চ করেছে। আর বাজারে টিকে থাকার জন্য আক্রমনাত্মকভাবে এটির দাম রাখা হয়েছে Honda এর তরফে। মাত্র 10.99 লক্ষ টাকা থেকে 15.99 লক্ষ টাকার বাজেটে গাড়িটি এসেছে বাজারে। সাধারণত Honda এর গাড়িগুলোর দামী হলেও নতুন Elevate এর দাম একদম যুক্তিসঙ্গত। কেন কিনবেন Honda Elevate? রইল বিশেষ 5টি কারণ

কিন্তু কেন নেবেন নতুন Elevate ? চলুন সেই বিষয়টাই জেনে নেওয়া যাক।

Advertisements

1) Honda Elevate বাজারে তার প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রায় অনেকটাই একই ডিজাইন নিয়ে এলেও সেখানে যাত্রীদের সুবিধাকে গুরুত্ব দেওয়া হয়েছে। Old school SUV এর ছাপ স্পষ্ট এখানে।

2) হোন্ডা তাদের Elevate গাড়িটিতে হুন্ডাই ক্রেটা বা মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারার মতো ডিজাইনের সাথে ওভারবোর্ড করেনি। কেন কিনবেন Honda Elevate? রইল বিশেষ 5টি কারণ

3) হোন্ডার পণ্যের গুণমান নিয়ে সন্দেহ রাখার জায়গাই নেই। তারা ঠিকঠাক দামে মানসম্পন্ন পণ্য তৈরি করে যা বেশ টেকসই এবং নির্ভরযোগ্য হিসাবে বিবেচিত হয়। তাই Honda প্রাথমিকভাবে তার পণ্যের দাম প্রিমিয়াম রাখলেও দীর্ঘ সময়ের কথা হিসেব করলে দাম সাধ্যের মধ্যেই বলা চলে।

4) Honda Elevate-এ L15B 1.5L i-VTEC ইঞ্জিন রয়েছে যা হোন্ডা সিটিতে নিজেকে প্রমাণ করেছে। এছাড়া বাজারে একই সেগমেন্টে থাকা অন্যান্য গাড়ির থেকে চালককে বেশি ভালো অভিজ্ঞতা দেয়। কেন কিনবেন Honda Elevate? রইল বিশেষ 5টি কারণ

5)এলিভেট হোন্ডার নির্ভরযোগ্যতার দ্বারা আসে। যা দীর্ঘ সময়ের জন্য গ্রাহককে অধিক সুবিধা প্রদান করে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.