গাড়ি কেনার সময় অনেকই এখন CNG চালিত গাড়ি কিনছেন। এসমস্ত গাড়িতে অত্যাধুনিক টেকনোলজির ব্যবহার তেমন একটা দেখা যায়না। আর তার বড় কারণ এরকম গাড়িতে গ্রাহকরা সাধারণত বড় আকারের মাইলেজটাই দেখে থাকেন। তবে আজ কয়েকটি গাড়ির সম্পর্কে জানাতে চলেছি আমরা। এই গাড়িগুলোতে থাকবে একাধিক ফিচারস। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেগুলো।
Tata Altroz

টাটা মোটরসের এই হ্যাচব্যকে রয়েছে প্রিমিয়াম ফিচারস। গাড়িটির CNG ভার্সনে থাকবে সিঙ্গেল পেন সানরুফ। এই সুবিধা রয়েছে অলট্রোজের মিড স্পেক ভেরিয়েন্ট XM+(S)-এ। গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 8.85 লক্ষ টাকা। 7 ইঞ্চির বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম সহ এক অটোমেটিক এসি, ওয়্যারলেস চার্জার এবং এয়ার পিউরিফায়ারের সুবিধা পাওয়া যায় Tata Altroz এ।
Tata Punch 
বেশ অনেকটা সময় অপেক্ষার পর Punch এর সিএনজি ভার্সন এসেছে বাজারে। সিঙ্গেল পেন সানরুফ সহ 7 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, পুশ বাটন স্টার্ট/স্টপ, অটোমেটিক এসি, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, এবিএস সহ একাধিক অত্যাধুনিক ফিচারস রয়েছে গাড়িতে। সিএনজি সিলিন্ডার সহ গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 9.68 লাখ টাকা।
Hyundai Exter 
চলতি বছরই লঞ্চ হয়েছে এই গাড়িটি। নতুন গাড়ির লঞ্চের সাথে সাথে CNG ভার্সনেও উপলব্ধ গাড়িটি। Exter এর SX ভেরিয়েন্টে থাকছে সানরুফ সহ 8 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, অটোমেটিক এসি, 6টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল এবং রিয়ার পার্কিং ক্যামেরা। উল্লেখ্য এই সমস্ত ফিচারস সহ Exter গাড়িটির দাম রয়েছে 9.06 লক্ষ টাকা।







