Read In
Whatsapp

একগুচ্ছ গাড়িতে মিলছে বাম্পার অফার, দেরি না করে দিওয়ালিতে ঘরে নিয়ে আসুন

সামনেই দীপাবলি, উৎসবের মরশুমে বিক্রি বাটা বাড়াতে গাড়ি নির্মাতা বিভিন্ন কোম্পানি বিরাট বড় ছাড় দিচ্ছে। এই ডিসকাউন্টের মধ্যে রয়েছে ক্যাশ বেনিফিট, নগদ ছাড়, কর্পোরেট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস। সাথে আবার…

Advertisements

সামনেই দীপাবলি, উৎসবের মরশুমে বিক্রি বাটা বাড়াতে গাড়ি নির্মাতা বিভিন্ন কোম্পানি বিরাট বড় ছাড় দিচ্ছে। এই ডিসকাউন্টের মধ্যে রয়েছে ক্যাশ বেনিফিট, নগদ ছাড়, কর্পোরেট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস। সাথে আবার বিশেষ উপহার এবং অতিরিক্ত ছাড় পাওয়া যাচ্ছে কিছু ডিলারশিপে।

একগুচ্ছ গাড়িতে মিলছে বাম্পার অফার, দেরি না করে দিওয়ালিতে ঘরে নিয়ে আসুন

Advertisements

Maruti, Honda, Hyundai, Tata সহ একাধিক কোম্পানি তাদের SUV, হ্যাচব্যাক এবং সেডানে বড় ছাড় ঘোষণা করেছে। চলুন সেগুলোর কয়েকটি দেখে নেওয়া যাক।

Maruti Jimny : Maruti এর Jimny গাড়িতে 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা পাওয়া যাবে। Jimny-এর এক্স-শো-রুম দাম রয়েছে 12.74 লক্ষ টাকা। গাড়িটি দুটি ট্রিমে পাওয়া যায়, এগুলো হলো Zeta এবং Alpha। এছাড়া পাঁচটি মনোটন সহ দুটি ডুয়াল-টোন রঙে উপলব্ধ গাড়িটি। একগুচ্ছ গাড়িতে মিলছে বাম্পার অফার, দেরি না করে দিওয়ালিতে ঘরে নিয়ে আসুন

Honda City এবং Volkswagen Virtus : দুটি গাড়ির প্রতিটিতেই 1 লাখ টাকা পর্যন্ত ছাড়পাওয়া যায়।

Skoda Slavia : 10.89 লক্ষ টাকার slavia তে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ডিস্কাউন্টের সুবিধা রয়েছে।একগুচ্ছ গাড়িতে মিলছে বাম্পার অফার, দেরি না করে দিওয়ালিতে ঘরে নিয়ে আসুন

Honda Amaze: 57,000 টাকা পর্যন্ত ছাড়

Tata Tigor: 50,000 টাকা ছাড়৷ একগুচ্ছ গাড়িতে মিলছে বাম্পার অফার, দেরি না করে দিওয়ালিতে ঘরে নিয়ে আসুন

Maruti Ciaz: 43,000 টাকা ছাড়

Hyundai Verna: 25,000 টাকা ছাড়৷

একগুচ্ছ গাড়িতে মিলছে বাম্পার অফার, দেরি না করে দিওয়ালিতে ঘরে নিয়ে আসুন

গাড়িগুলিতে অতিরিক্ত ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। আগামী 31শে অক্টোবর পর্যন্ত বুকিংয়ের জন্য বৈধ এই অফার।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.