Read In
Whatsapp

বুলেটের দামে চার চাকা গাড়ি, মাইলেজও দূর্দান্ত! গ্রাহকদের জন্য বড় চমক বাজাজের

মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করতে আসছে বাজাজের এই নতুন মডেল। নামমাত্র দামে ঘরে নিয়ে যান স্বপ্নের গাড়ি।

Advertisements

জ্বালানির দাম যত বাড়ছে ততই বেড়ে চলেছে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা। দেশজুড়ে অনেকেই ত্যাগ করেছেন জ্বালানি চালিত যানবাহন। তবে এইসব বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হল গাড়ির দাম এবং মাইলেজ। আর এবার সেই সমস্যা দূর করতে Bajaj Qute নিয়ে এল দূরন্ত একটি ইলেকট্রিক গাড়ি।

বিভিন্ন টেক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী খবর, সংস্থাটি Bajaj Qute-এর একটি নতুন আপডেটেট সংস্করণ আনতে প্রস্তুত। সংস্থাটির বর্তমান সংস্করণ শুধুমাত্র বাণিজ্যিক ব্যবহারের জন্যই উপলব্ধ। পাশাপাশি মাইলেজের দিক থেকেও অন্যান্য গাড়ির তুলনায় অনেক এগিয়ে এই গাড়ি। তবে চমক রয়েছে অন্য জায়গায়। বাজাজের এই নতুন মডেল ভারতীয় মধ্যবিত্তদের গাড়ির স্বপ্ন পূরণ করবে সন্দেহ নেই।

Advertisements

সূত্রের খবর, ২০২৩ সালের জানুয়ারিতে সরকারের কাছ থেকে নতুন Bajaj Qute-এর জন্য অনুমোদন পেয়েছে সংস্থাটি। গাড়িটির ওজন প্রায় 451 কেজি। তবে মজার বিষয় হল, গাড়িটির সাইজ এমনই যে, শহরের অলিগলি, সরু, জরাকীর্ণ রাস্তা দিয়ে সহজেই নেভিগেট করতে পারে। এবং এর দামও এতটাই কম যে, মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সব মানুষই এই গাড়ি কিনতে পারবেন।

বর্তমান সংস্করণ অর্থাৎ Bajaj Qute RE60-এর দাম 2.61 লাখ (এক্স শোরুম)। আপডেটেড ভার্সনটির দাম সামান্যই বাড়তে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। মনে করা হচ্ছে 3.61 লক্ষ টাকার মধ্যেই ঘরে নিয়ে আসতে পারবেন এই গাড়ি। গাড়িটির ফিচার্সের কথা বললে, Bajaj Qute RE60 4 সিটার গাড়ি। অর্থাৎ 4 জন অনায়াসে বসতে পারবেন। এতে দেওয়া হয়েছে 216 সিসি সিঙ্গেল সিলিন্ডার হাই পাওয়ার ইঞ্জিন।

বুলেটের দামে চার চাকা গাড়ি, মাইলেজও দূর্দান্ত! গ্রাহকদের জন্য বড় চমক বাজাজের

এই ইঞ্জিন 12.8 bhp শক্তি জেনারেট করতে সক্ষম। সূত্রের খবর, বাজাজের নতুন বৈদ্যুতিক গাড়িটি 16.1 Nm টর্ক তৈরি করতে পারে এবং এটিতে অপোজিট গিয়ার সহ একটি ‘H’ প্যাটার্ন গিয়ারবক্স রয়েছে। গাড়ির সর্বোচ্চ গতিবেগ প্রায় 70 Km প্রতি ঘন্টা। গাড়িটি 20 লিটার বুট স্পেস পাবে। এবং এতে থাকবে স্লাইডিং ইউন্ডো। জানিয়ে রাখি কোম্পানিটি সিএনজি সংস্করণও লঞ্চ করতে পারে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.