Read In
Whatsapp

বছর শেষে অফারের বর্ষা, ভরে ভরে অফার দিচ্ছে বিভিন্ন গাড়ি কোম্পানি

আর মাত্র কয়েকটা দিন, তারপরই বছর শেষ। আর তার আগে পুরানো স্টক খালি করতে গাড়ি কোম্পানিগুলো বড় ছাড়ের ঘোষণা করেছে। আজ আমরা সেরকমই 5টি গাড়ি নিয়ে এলাম যেখানে কোম্পানি দারুণ…

Advertisements

আর মাত্র কয়েকটা দিন, তারপরই বছর শেষ। আর তার আগে পুরানো স্টক খালি করতে গাড়ি কোম্পানিগুলো বড় ছাড়ের ঘোষণা করেছে। আজ আমরা সেরকমই 5টি গাড়ি নিয়ে এলাম যেখানে কোম্পানি দারুণ ছাড় দিচ্ছে।

Citroen C5 Aircross বছর শেষে অফারের বর্ষা, ভরে ভরে অফার দিচ্ছে বিভিন্ন গাড়ি কোম্পানি
Citroen C5 Aircross গাড়িটি বেশ পেশীবহুল। দারুণ রাইড এক্সপেরিয়েন্সের সাথে বিলাসবহুল ফিচারস পাওয়া যায় গাড়িতে। Citroen C5 Aircross একটি 2.0L ডিজেল ইঞ্জিন রয়েছে। বর্তমানে C5 Aircross গাড়ির ওপর 2 লক্ষ টাকা পর্যন্ত মূল্যের ছাড় পাওয়া যায়।

Advertisements

Jeep Grand Cherokee বছর শেষে অফারের বর্ষা, ভরে ভরে অফার দিচ্ছে বিভিন্ন গাড়ি কোম্পানি
জিপ গ্র্যান্ড চেরোকি একমাত্র আমেরিকান এসইউভি যা আজও ভারতে বিক্রি হচ্ছে। 2.0L টার্বো-পেট্রোল ইঞ্জিন সমেত গাড়িটি অত্যন্ত সক্ষম। অফ-রোডিং ক্যাপাবিলিটির সাথে বিলাসবহুল ফিচারস রয়েছে গাড়িতে। Jeep Grand Cherokee তে বর্তমানে 11.85 লক্ষ টাকার বিশাল ছাড় রয়েছে।

Jeep Meridian বছর শেষে অফারের বর্ষা, ভরে ভরে অফার দিচ্ছে বিভিন্ন গাড়ি কোম্পানি
জিপ মেরিডিয়ান খুবই জনপ্রিয় একটি গাড়ি। Compass এর ওপর ভিত্তি করে তৈরি গাড়িটি। এটি আসলে একটি 7-সিটার গাড়ি। Meridian গাড়িতে একটি 2.0L ডিজেল ইঞ্জিন রয়েছে। শক্তিশালী ফোর-হুইল-ড্রাইভ সিস্টেমের সাথে আসে Meridian। জিপ মেরিডিয়ানে বর্তমানে 4 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা পাওয়া যাচ্ছে।

Maruti Suzuki Jimny বছর শেষে অফারের বর্ষা, ভরে ভরে অফার দিচ্ছে বিভিন্ন গাড়ি কোম্পানি
মারুতি সুজুকি জিমনি বেশ শক্তিশালী অফ-রোডার গাড়ি। এই গাড়িতে বেশ শক্তিশালী ফোর-হুইল-ড্রাইভ সিস্টেম রয়েছে। কম-রেঞ্জ এবং খুব কৌশলী ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের সাথে আসে মারুতি জিমনি। বর্তমানে 2 লক্ষ টাকা দাম কমেছে গাড়িটির।

Hyundai Kona EV বছর শেষে অফারের বর্ষা, ভরে ভরে অফার দিচ্ছে বিভিন্ন গাড়ি কোম্পানি
Hyundai এর বিশিষ্ট বৈদ্যুতিক গাড়ি হলো Kona EV। গাড়িটি একবার চার্জে প্রায় 452 কিমি রেঞ্জ দিতে সক্ষম। এছাড়াও Kona EV তে রয়েছে একগুচ্ছ ফিচারস। বর্তমানে গাড়িটিতে 3 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Hyundai।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.