Read In
Whatsapp

5 লাখেই মিলবে 32 কিমির মাইলেজ, উৎসবের মরশুমে অফার নিয়ে হাজির মারুতি সুজুকি

পুজোর মরশুমে বাড়ি আনুন মারুতি সুজুকির লেটেস্ট গাড়ি, সস্তায় আদর্শ ফিচারস রয়েছে এখানে

Advertisements

মারুতি সুজুকি একগুচ্ছ গাড়ি লঞ্চ করেছে বাজারে। বেস্ট সেলিং গাড়িগুলোর মধ্যে Wagon R অন্যতম। এদিকে Wagon R CNG গাড়িটি এরমধ্যে সর্বাধিক বিক্রীত মডেল। Wagon R এর LXi এবং VXi-এর মতো ভেরিয়েন্ট গুলো বাজারে বেশ জনপ্রিয়। কমদামেই দূর্দান্ত ফিচারস দেয় গাড়ি দুটি। 5 লাখেই মিলবে 32 কিমির মাইলেজ, উৎসবের মরশুমে অফার নিয়ে হাজির মারুতি সুজুকি

গাড়িটিতে দুটি ডুয়াল টোন কালার এবং ছয়টি একঘেয়ে রঙের বিকল্প রয়েছে। 341 লিটারের বড় বুট স্পেস সহ শক্তিশালী 1-লিটার পেট্রোল ইঞ্জিন মোট 67 PS শক্তি এবং 89 Nm এর পিক টর্ক পায়। এছাড়া Maruti Wagon R-এ 1.2-লিটার ইঞ্জিন বিকল্পও রয়েছে। সেটি 90 PS শক্তি এবং 113 Nm টর্ক জেনারেট করে। একইসাথে 34 কিমি মাইলেজ রয়েছে WagonR গাড়িতে।

Advertisements

5-স্পীড ম্যানুয়াল এবং অটোম্যাটিক ট্রান্সমিশন সহ সিএনজি গাড়িটি 57 PS শক্তি এবং 82.1 Nm টর্ক পায়। 1.2-লিটার পেট্রোল অটোম্যাটিক ইঞ্জিন 25.19 kmpl এর মাইলেজ দেয়। নতুন প্রজন্মের গাড়িটিতে 7 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে সহ 4-স্পীকার মিউজিক সিস্টেম এবং স্টিয়ারিং-মাউন্ট অডিও পাওয়া যায়। নিরাপত্তার জন্য, গাড়িটিতে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, EBD এবং ABS, রিয়ার পার্কিং সেন্সর, হিল-হোল্ড অ্যাসিস্ট এর মতো ফিচারস পাওয়া যাচ্ছে। 5 লাখেই মিলবে 32 কিমির মাইলেজ, উৎসবের মরশুমে অফার নিয়ে হাজির মারুতি সুজুকি

এক নজরে সমস্ত ফিচারস
1) 2টি এয়ারব্যাগ
2) ABS
3) EBD
4) ইনফোটেইনমেন্ট সিস্টেম
5) রিয়ার পার্কিং সেন্সর
6) সেন্ট্রাল লকিং
7) ইঞ্জিন ইমোবিলাইজার
8) স্টিয়ারিং মাউন্ট কনসোল
9) স্টিয়ারিং লক
10) চাইল্ড সেফটি লক

5 লাখেই মিলবে 32 কিমির মাইলেজ, উৎসবের মরশুমে অফার নিয়ে হাজির মারুতি সুজুকি

Maruti Wagon R Cng গাড়ির নতুন দাম থাকবে 5 লাখের বাজেটে। যা একই বাজেট রেঞ্জে অন্যান্য গাড়ির তুলনায় বেশ সস্তা বিকল্পও করে তুলেছে 7 আসনের এই গাড়িটিকে। সাশ্রয়ী মূল্যের মধ্যেও নানান আধুনিক ফিচারস এবং নতুন প্রযুক্তির সাথে আসে। সমস্ত কিছু মিলিয়ে Wagon R একটি আদর্শ গাড়ি গ্রাহকদের মধ্যে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.