Read In
Whatsapp

30 কিমি মাইলেজের সঙ্গে পাবেন দমদার ইঞ্জিন, সবই মিলবে এই 6 লাখের গাড়িতে! কিনলে পয়সা উসুল

একগুচ্ছ ফিচারস রয়েছে এই গাড়িতে, মাত্র 6 লাখেই গাড়িটি হতে পারে আপনার

Advertisements

নিত্যদিনের অফিস যাতায়াতে একখানা গাড়ি থাকলে বেশ সুবিধা হয়। বিশেষ করে শহরের মধ্যেই দূর যাত্রার জন্য কর্মরত চাকুরীজিবীদের ঝক্কি কমবে গাড়ি ব্যবহার করলে। বাস, ট্রেন বা অফিসের সময় গাড়ি থাকলে একটু স্বস্তি মেলে। কিন্তু গাড়ি কিনবো বললেও তো আর কেনা যায়না, গাড়ির দাম আকাশছোঁয়া। কিন্তু এবার বেশ সস্তায় চারচাকা কিনতে পারেন আপনি। চলুন কীভাবে এবং কোন গাড়ি একদম কমদামে কিনতে পারবেন আপনি।

30 কিমি মাইলেজের সঙ্গে পাবেন দমদার ইঞ্জিন, সবই মিলবে এই 6 লাখের গাড়িতে! কিনলে পয়সা উসুল

Advertisements

আজ আমরা Maruti Suzuki এর Swift গাড়িটির বিষয়ে বলতে চলেছি। এখানে আপনি 30 কিমি মাইলেজ সহ নানান অত্যাধুনিক ফিচারস দেখতে পাবেন। জানিয়ে রাখি, গত জুলাই মাসে রেকর্ড সংখ্যক Swift বিক্রি করে Maruti Suzuki। সংখ্যার হিসেবে এটি Baleno এবং WagonR-এর মতো গাড়িকেও পিছনে ফেলেছে। Maruti Swift এর স্টাইলিশ ডিজাইন, দুর্দান্ত মাইলেজ এবং অপেক্ষাকৃত শক্তিশালী ইঞ্জিন গ্রাহকদের কাছে গাড়িটির আবেদন বাড়িয়ে তোলে।

30 কিমি মাইলেজের সঙ্গে পাবেন দমদার ইঞ্জিন, সবই মিলবে এই 6 লাখের গাড়িতে! কিনলে পয়সা উসুল

ইঞ্জিনের ক্ষমতা: Maruti Swift গাড়িতে 1.2-লিটার ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন রয়েছে। এটি মোট 90PS শক্তি এবং 113Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। গাড়িতে 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশন এবং 5 গতির AMT গিয়ারবক্স রয়েছে।

30 কিমি মাইলেজের সঙ্গে পাবেন দমদার ইঞ্জিন, সবই মিলবে এই 6 লাখের গাড়িতে! কিনলে পয়সা উসুল

মাইলেজ: পেট্রোল এবং CNG, উভয় ভার্সনেই বিক্রি হচ্ছে Swift। CNG ভেরিয়েন্টটির মাইলেজ রয়েছে 30.90 কিমি/কেজি আর পেট্রোলের ক্ষেত্রে 22 কিমি প্রতি লিটার।

ফিচারস: ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং,l সিস্টেম, অ্যান্টি থেফট অ্যালার্ম, অটোমেটিক হেডল্যাম্প, চাইল্ড সেফটি লক, ক্র্যাশ সেন্সর, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, রিয়ার ক্যামেরা সহ স্পিড এলার্ট ব্লুটুথ কানেক্টিভিটি, উন্নতমানের স্পিকার, USB পোর্ট, এয়ার কন্ডিশনিং, রিয়ার হেডরেস্টের মতো ফিচারস পাওয়া যায়।
30 কিমি মাইলেজের সঙ্গে পাবেন দমদার ইঞ্জিন, সবই মিলবে এই 6 লাখের গাড়িতে! কিনলে পয়সা উসুল

দাম: Maruti-এর Swift গাড়ির প্রারম্ভিক এক্স শোরুম দাম 5.99 লক্ষ টাকা। টপ মডেলের এক্স শোরুম দাম রয়েছে 9.03 লক্ষ টাকা।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.