Read In
Whatsapp

14 জনও ঢুকে যাবে আরামসে, দশ লাখেরও কম বাজেটে দুর্দান্ত গাড়ি নিয়ে হাজির Force

বড় পরিবারে থাকলে প্রয়োজন বড় গাড়ির। ভারতীয় বাজারে বড় গাড়ির অভাব নেই। কিন্তু আপনার পরিবার যদি Ertiga এর মতো গাড়িতে না আঁটে তাহলে কি করবেন আপনি? তবে চিন্তা করার কিছু…

Advertisements

বড় পরিবারে থাকলে প্রয়োজন বড় গাড়ির। ভারতীয় বাজারে বড় গাড়ির অভাব নেই। কিন্তু আপনার পরিবার যদি Ertiga এর মতো গাড়িতে না আঁটে তাহলে কি করবেন আপনি? তবে চিন্তা করার কিছু নেই, আমরা আজ 14 আসনের একটি গাড়ির বিষয়ে জানাবো আপনাদের। বেশ কম দামেই কিনতে পারেন বড় আকারের গাড়িটি। 14 জনও ঢুকে যাবে আরামসে, দশ লাখেরও কম বাজেটে দুর্দান্ত গাড়ি নিয়ে হাজির Force

ভারতীয় পরিবারে বড় গাড়ির প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে শুধু সপরিবারে ঘুরতে যাওয়া ছাড়াও বেশ কিছু কাজে 14 আসনের ভ্যানের প্রয়োজন পড়ে। আর এইসব ক্ষেত্রে Force Motors এর একটি ভ্যান রয়েছে যা একেবারেই উপযুক্ত। ভ্যানটি ব্যবসায়িক কাজে, পারিবারিক ভ্রমণ অথবা ব্যক্তিগত ব্যবহার, সমস্ত ক্ষেত্রেই বেশ পারদর্শী।

Advertisements

14 জনও ঢুকে যাবে আরামসে, দশ লাখেরও কম বাজেটে দুর্দান্ত গাড়ি নিয়ে হাজির Force

আজ আমরা ফোর্স ট্রাভেলার 3350 সুপার (Force Traveler 3350 Super) গাড়ির কথা বলছি। এই গাড়িটি 2.5-লিটার, 4-সিলিন্ডার টার্বোচার্জড ডিজেল ইঞ্জিনের সাথে আসে। ইঞ্জিনটি মোট 140 bhp শক্তি এবং 320 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। 5 গতির ম্যানুয়াল গিয়ারবক্স সমেত ফোর্স ট্র্যাভেলার এর সর্বোচ্চ গতি 140 কিলোমিটার প্রতি ঘন্টা।

14 জনও ঢুকে যাবে আরামসে, দশ লাখেরও কম বাজেটে দুর্দান্ত গাড়ি নিয়ে হাজির Force

ফোর্স ট্র্যাভেলার মাত্র 15 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যেতে সক্ষম। গাড়িটি বেশ সহজলভ্যও বটে। ফোর্স ট্র্যাভেলারের দাম শুরু হচ্ছে 9.96 লক্ষ টাকা থেকে। এই গাড়িতে AC, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডোজ, সেন্ট্রাল লকিং, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), ইলেকট্রনিক ব্রেক-ফোর্স ডিস্ট্রিবিউশন (EBD) এবং ডুয়াল সহ বিভিন্ন বৈশিষ্ট্য পাওয়া যায়। নিরাপত্তার জন্য সামনে এয়ারব্যাগও দেওয়া হয়েছে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.