দেশের অন্দরে বাইক এবং স্কুটারের চাহিদা ক্রমবর্ধমান। ধীরে ধীরে বাড়তে থাকছে এই সেগমেন্ট। এক্ষেত্রে ভালো অপশন TVS Jupiter। এবার আরো দুর্দান্ত ফিচারসের সাথে লঞ্চ হয়েছে নতুন স্কুটারটি। চলুন আপনাদের জানাই এই নিয়ে। 
দাম এবং মাইলেজ : স্কুটারের দুনিয়ায় মোটামুটি রাজ চালিয়েছে Activa, কিন্তু এবার সেই তাজ যেতে বসেছে তাদের। সম্প্রতি TVS তাদের Jupiter স্কুটার লঞ্চ কর তাক লাগিয়ে দিয়েছে। Activa এর থেকে অধিক মাইলেজ দেয় Jupiter (64 kmpl)। আবার দামও কম। Jupiter এর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টেরএক্স শোরুম দাম শুরু হচ্ছে 86,405 টাকা থেকে। SmartXonnect ফিচারসের সাথে টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম পড়বে 96,855 টাকা। 
ইঞ্জিন এবং ফিচারস: Activa এর মতো TVS Jupiter ও বেশ পছন্দের ও ভরসাযোগ্য হয়ে ওঠছে। মাইলেজ এবং দামের সাথে সাথে স্কুটারের ডিজাইনও Activa এর চেয়ে উন্নমানের। Jupiter এ রয়েছে 109CC এর সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। এই স্কুটার সর্বোচ্চ 7.8 PS শক্তি এবং 8.8 এনএম টর্ক তৈরি করতে সক্ষম। সিটের নীচে 21 লিটার আন্ডার সিট স্টোরেজ পাবেন আপনি।

6 লিটারের স্টোরেজ সম্পন্ন এই স্কুটিটিতে লাইটিংয়ের জন্য রয়েছে LED হেডলাউট। যদিও টেল লাইট এবং টার্ন সিগন্যাল ল্যাম্পে হ্যালোজেন লাইটের ব্যবহার হয়েছে। সামনে এবং পিছনে, দু চাকাতেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এই বাইকে। তবে টিভিএস জুপিটারের সিটের উচ্চতা মাত্র 765 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বেশ কম (163 মিলিমিটার)।







