Read In
Whatsapp

চাবি নয়, হাতের ঘড়ি দিয়েই স্টার্ট হবে! Ola-কে ঝটকা দিতে আসছে TVS-র নতুন ই-স্কুটার

TVS Creon কনসেপ্টের উপরে ভিত্তি করে নির্মিত ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করতে চলেছে 23 অগস্ট। দেখে নিন ফিচার্স সংক্রান্ত একাধিক তথ্য।

Advertisements

অফিস হোক অথবা নিত্য ব্যবহার যে কোনও ক্ষেত্রেই নিজেদেরকে ভরসাযোগ্য বিকল্প হিসেবে তুলে ধরেছে ইলেকট্রিক স্কুটারগুলি। এই দৌড়ে ইতিমধ্যে অনেক সংস্থাই নেমে পড়েছে। যার মধ্যে একটি হল টিভিএস (TVS)। কিছুদিন আগেই TVS iQube নামের একটি স্কুটার লঞ্চ করেছিল সংস্থাটি। এই ই-স্কুটারকে মানুষ এতটাই পছন্দ করেছিল যে, সংস্থা এবার তাদের পরবর্তী ই-ভেহিকল লঞ্চ করার চিন্তাভাবনা করে ফেলছে।

সূত্রের খবর, খুব শীঘ্রই টিভিএস-র আরও একটি ই-স্কুটার ছুটবে ভারতীয় রাস্তায়। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গেছে তার প্রস্ততি। নতুন টু-হুইলার ইভিটি লঞ্চের আগে একটি নতুন টিজার লঞ্চ করেছে সংস্থাটি। যা থেকে এটা পরিস্কার যে, এই নতুন টু হুইলার Creon কনসেপ্টের উপরে ভিত্তি করে নির্মিত হতে চলেছে। এবং স্কুটারটির সম্ভাব্য লঞ্চিং তারিখ হল আগামী 23 অগাস্ট।

Advertisements

যদিও এই বিষয়ে আগেই একবার বিজ্ঞপ্তি জারি করেছিল টিভিএস কোম্পনি। তবে এইদিন গাড়ির ফিচার্স সংক্রান্ত একাধিক তথ্যও জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। এখন এই টিজ়ার থেকে এটা পরিস্কার যে, Creon বেসড ইলেকট্রিক স্কুটারটিতে TFT স্ক্রিন এবং স্মার্টওয়াচ এর মত একাধিক স্মার্ট ফিচার্সের দেখা পাওয়া যাবে। তাহলে দেরি না করে চলুন একবার ঝটপট দেখে নিই নতুন ই-স্কুটারের সমস্ত বৈশিষ্ট্য।

প্রথমেই বলি, TVS Creon ই-স্কুটারটিতে একটি 12kWh বৈদ্যুতিক মোটর এবং একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকবে। 0 থেকে 60 কিমি প্রতি ঘন্টা স্পিড তুলতে এর সময় লাগবে মাত্র 5.1 সেকেন্ড। সিঙ্গেল চার্জে স্কুটারটির রেঞ্জ হবে 80 কিমি প্রতি ঘন্টা। এতে রয়েছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। যেখানে মাত্র 60 মিনিটের মধ্যে ব্যাটারির 80 শতাংশ চার্জ হয়ে যায়। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত একটি টিজারে স্কুটারটিতে স্মার্টওয়াচ কানেক্টেড ফিচারের এক ঝলক দেখিয়েছে টিভিএস। এটি দিয়েই স্কুটার চালু বা বন্ধ করা যাবে বলে ধারণা।

চাবি নয়, হাতের ঘড়ি দিয়েই স্টার্ট হবে! Ola-কে ঝটকা দিতে আসছে TVS-র নতুন ই-স্কুটার

TVS Creon: স্কুটারের বৈশিষ্ট্য : ক্রেওন কনসেপ্টটি ইন্টেলের সঙ্গে মিলে নতুন উন্নত প্রযুক্তির একটি সিরিজ নিয়ে আসছে।স্পিডোমিটার, ট্রিপ মিটার, ট্যাকোমিটার এবং ওডোমিটারের মতো তথ্য এটিতে পাওয়া যায়। স্কুটারটি ক্লাউড কানেক্টিভিটি, রিজেনারেটিভ ব্রেকিং, থ্রি রাইডিং মোড, জিপিএস, পার্ক অ্যাসিস্ট, নিরাপত্তা/চুরি-বিরোধী বৈশিষ্ট্য এবং জিওফেন্সিং সহ অ্যাপ-সক্ষম। এছাড়াও এতে একটি স্মার্টফোন চার্জার, সামনে ও পিছনে ডিস্ক ব্রেক এবং সিঙ্গল-চ্যানেল ABS রয়েছে। রিমোট বুট অ্যাক্সেস এবং ভেহিক্যাল লকিং এবং আনলক করার মতো ফিচার্সও দেওয়া হয়েছে এতে।

 

View this post on Instagram

 

A post shared by TVS At the Top (@tvsatthetop)

 

ক্রেয়ন কনসেপ্টের এই ইলেকট্রিক স্কুটারটিতে সিটের নিচে হেলমেট রাখার জায়গা দেওয়া হয়েছে। স্কুটিটি একটি অ্যালুমিনিয়াম সার্কেল ফ্রেমে তৈরি। এতে TVS Remora টায়ার সহ ডায়মন্ড-কাট অ্যালয় হুইল শডও পাওয়া যাবে। সূত্রের খবর, ই-স্কুটারটি মূলত Ola S1, Ather 450X এবং Simple One এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। টপ স্পিড থেকে শুরু করে বাকি সমস্ত ফিচার্সেই এই গাড়িগুলিকে মাত দিতে চাইছে টিভিএস-র এই নতুন মডেল। আর দামের কথা বললে, সেই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ সংস্থাটি।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.