Read In
Whatsapp

চলে এল নতুন বৈদ্যুতিক স্কুটার, প্রতিযোগিতায় পেছনে ফেলবে Ather, Ola-কেও! দাম কত?

120 কিমি মাইলেজ এবং 75 কিমির টপ স্পিডের সাথে এসে গেল Vegh Electric Scooter, দাম এবং ফিচারস দেখে নিন

Advertisements

ভারতে বৈদ্যুতিক স্কুটারের বাজার ক্রমবর্ধমান, আর এই বাজারে বহু নতুন সংস্থা হাজির হয়েছে। বিভিন্ন বড় কোম্পানির পাশাপাশি বেশ কিছু Start Up কোম্পানিও বড় বাজার করে নিয়েছে। সম্প্রতি Vegh Automobiles নামের একটি সংস্থা তাদের নয়া ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ভারতের বাজারে। আগামী মাসে আবার S60 স্কুটারটির নতুন ভেরিয়েন্ট করবে কোম্পানি। চলে এল নতুন বৈদ্যুতিক স্কুটার, প্রতিযোগিতায় পেছনে ফেলবে Ather, Ola-কেও! দাম কত?

2023 সালে আয়োজিত India EV Expo তে Vegh Automobiles তাদের S60 স্কুটারটি লঞ্চ করে। আগামী মাসেই S60 এর নকটু আপগ্রেড ভেরিয়েন্ট বাজারে আসবে। শক্তিশালী পারফরম্যান্স এবং উন্নত মাইলেজের সাথে বেশ কমদামেই কিনতে পারেন নয়া E-scooter টি। ম্যাট ব্ল্যাক, লাইট গ্রে, হোয়াইট এবং লাইট গ্রিন রঙের কারণে Vegh S60 এর ডিজাইনও চোখে পড়ার মতো।চলে এল নতুন বৈদ্যুতিক স্কুটার, প্রতিযোগিতায় পেছনে ফেলবে Ather, Ola-কেও! দাম কত?

Advertisements

3 kWh ব্যাটারি লাগানো রয়েছে স্কুটারটিতে। আর মাত্র 4-5 ঘন্টার মধ্যেই সেটি সম্পূর্ন চার্জ হয়ে যায়। S60 স্কুটারের মোট মাইলেজ 120 কিমি। 2.5KW এর পিক মোটর সর্বোচ্চ 75kmph গতি প্রদান করে। অর্থাৎ গাড়ির গতি নিয়েও কোনো সন্দেহ নেই। ডিজিটাল ডিসপ্লে, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সহ একাধিক রাইড মোডও পাবেন আপনি।

চলে এল নতুন বৈদ্যুতিক স্কুটার, প্রতিযোগিতায় পেছনে ফেলবে Ather, Ola-কেও! দাম কত?

Vegh S60 এর এক্স শোরুম দাম 1.25 লক্ষ টাকা। সামনে এবং পিছনে 90-100/10 টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। S60 ছাড়াও একই রেঞ্জে S25 এবং L25 নামের দুটি কম শক্তিশালী স্কুটার নিয়ে এসেছে তারা S25 এবং L25 এর সর্বোচ্চ গতি রয়েছে 30kmph।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.