Read In
Whatsapp

Ola, Ather-কে জোর টক্কর দেবে Honda-র এই নতুন স্কুটার, দেখুন মাইলেজ কত পাবেন

শক্তিশালী ইঞ্জিন এবং দারুণ মাইলেজ সমেত বাজারে আসছে নতুন Honda EM1, লুক দেখলে মাথা খারাপ করবেন আপনি!

Advertisements

বাজারে এসে গেল Honda Motors এর নতুন ইলেকট্রিক স্কুটার। এতদিন বাজারে উপস্থিত বিভিন্ন পুরনো কোম্পানিকে সরিয়ে Ola, Ather এর মতো স্টার্টআপ কোম্পানিগুলোর রমরমা বেশি থাকলেও ধীরে ধীরে বাজারে ফিরছে Honda। বাজারে এল Honda Motors এর প্রথম বৈদ্যুতিক স্কুটার EM 1।Ola, Ather-কে জোর টক্কর দেবে Honda-র এই নতুন স্কুটার, দেখুন মাইলেজ কত পাবেন

গত Honda 2022 সালের সেপ্টেম্বর মাসেই Honda তাদের আসন্ন EM1 ইলেকট্রিক স্কুটার ঘোষণা করে। তরুণদের আকৃষ্ট করতে জাপানি টু-হুইলার কোম্পানি প্রথম বৈদ্যুতিক স্কুটার নিয়ে আসে বাজারে। স্কুটারের লুক এবং ডিজাইন তরুণদের টার্গেট করেই তৈরি করা হয়েছে। কীরকম ফিচারস রয়েছে চলুন দেখে নেওয়া যাক।

Advertisements
Ola, Ather-কে জোর টক্কর দেবে Honda-র এই নতুন স্কুটার, দেখুন মাইলেজ কত পাবেন
23YM HONDA EM1 e:

Honda EM1 বৈদ্যুতিক স্কুটারে একটি 1.47 kWh এর ব্যাটারি প্যাক রয়েছে। আর সেটিকে চার্জ করার জন্য আপনি পাবেন 270W এর AC চার্জার। মাত্র 6 ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যায় Honda EM1। এছাড়া Removable ব্যাটারি প্যাকের সুবিধাও পাবেন আপনি। তাই একটি ব্যাটারি প্যাকের চার্জ শেষ হয়ে গেলে আপনি অন্য চার্জড ব্যাটারি লাগিয়ে নিতে পারেন আপনার স্কুটারে। অর্থাৎ দীর্ঘ যাত্রার জন্যও আর চার্জিং নিয়ে ভাবতে হবেনা আপনাকে।

Ola, Ather-কে জোর টক্কর দেবে Honda-র এই নতুন স্কুটার, দেখুন মাইলেজ কত পাবেন
23YM HONDA EM1e Location

Honda Motors এর দাবী অনুযায়ী সর্বোচ্চ 45kmph গতিতে চলতে সক্ষম এই স্কুটার। আর Honda EM1 এ মাইলেজও পেয়ে যাবেন 48 কিমির। স্কুটারে যাতায়াতের সুবিধার জন্য টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাবেন। অ্যালয় হুইল দেখতে পাবেন চাকাতে, ব্রেকিং এর জন্য থাকছে ফ্রণ্ট ডিস্ক ব্রেক।

Ola, Ather-কে জোর টক্কর দেবে Honda-র এই নতুন স্কুটার, দেখুন মাইলেজ কত পাবেন

প্রসঙ্গত, এখনো জানা যায়নি ঠিক কবে এই ইলেকট্রিক স্কুটারটি ভারতের বাজারে লঞ্চ হতে পারে। তবে খবর অনুযায়ী চলতি বছরের শেষের দিকে ভারতের বাজারে আসতে পারে Honda EM1। এখানে বলে রাখা ভালো যে, Ather বা Ola এর Electric Scooter গুলোর সাথে কোনো প্রতিযোগিতাই নেই EM1 এর, কারণ ধারেভারে সমস্ত দিক দিয়েই পিছিয়ে Honda এর এই স্কুটারটি।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.