ভারতে বৈদ্যুতিক স্কুটার, গাড়ির চল বেড়েছে বিগত কিছু সময়ে। বৈদ্যুতিক সাইকেলও পিছিয়ে নেই এক্ষেত্রে। যদিও বাজার ছোট কিন্তু বিরাট বড় বাজার অপেক্ষা করে আছে নানান উন্নত পণ্যের জন্য। মূলত শহর এবং শহরাঞ্চলের নিকটবর্তী শহরতলীতে বৈদ্যুতিক বাইকের চাহিদা সবচেয়ে বেশী। আর এই বাজার ধরতে সদ্যই নতুন একটি ইলেকট্রিক সাইকেল লঞ্চ হয়েছে বাজারে। 
হায়দ্রাবাদের সংস্থা Gear Head Motors এই সাইকেল লঞ্চ করেছে। বেশ সস্তায় লঞ্চ হলেও গুণমান কিন্তু মোটেই কমেনি। 36V 6Ah লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক এবং 250 ওয়াট GHM মোটর রয়েছে। ইলেকট্রিক সাইকেলটি ফুল চার্জে 30 কিলোমিটার রেঞ্জ দিচ্ছে। সাথে পেয়ে যাবেন একটি 3 Amp এর ফাস্ট চার্জার। যা মাত্র 2 ঘণ্টায় ফুল চার্জ হয়ে যায়।

সাইকেলের দু চাকাতেই ডিস্ক ব্রেক, কাট-অফ প্রযুক্তির মতো লেটেস্ট ফিচারস রয়েছে। LED লাইটিং, টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক সাসপেনশন, 27.5 ইঞ্চির টায়ার, কার্বন স্টিল ফ্রেম সহ সাইকেলের সর্বোচ্চ গতি রয়েছে 25 কিমি প্রতি ঘণ্টা।

Gear Head L 2.0 ইলেকট্রিক সাইকেলটি বাজারে লঞ্চ করা হয়েছে মাত্র 25,000 টাকায়। সাইকেলের ফ্রেমের ওপর লাইফটাইম ওয়ারেন্টি মিলবে। তবে সাইকেলের ব্যাটারি প্যাকের ওপর মাত্র 2.5 বছরের ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি। সাইকেলের মোট ওজন মাত্র 22 কিলো। উল্লেখ্য যে, সাইকেলের 85% উপাদান ভারতেই তৈরি যা আত্মনির্ভর ভারত এবং মেড ইন ইন্ডিয়া এর মত মিশনকে আরো সফল করে তুলবে।







