Read In
Whatsapp

Hyundai Venue নাকি Maruti Suzuki Fronx, কোন গাড়িটি আপনার জন্য সেরা? দেখে নিন খুঁটিনাটি

Hyundai এবং Maruti Suzuki এর গাড়িদুটির মধ্যে চলছে বড় প্রতিযোগিতা, দেখে নিন কোনটি এগিয়ে

Advertisements

ভারতের সেরা পারফরম্যান্সের কয়েকটি গাড়ির মধ্যে দুটি হলো Hyundai Venue এবং Maruti Suzuki Fronx। কিন্তু কেন এই দুটি গাড়ি সেরা, বাকিদের থেকে কেন এগিয়ে। আবার এই দুটি গাড়ির মধ্যেও কোনটি কিনবেন আপনি? চলুন সমস্ত তথ্যই দেখে নেওয়া যাক।

Hyundai Venu এবং Maruti Suzuki Fronx গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করেছে। ভেন্যু এন লাইন গাড়িতে টার্বোচার্জড ইঞ্জিন রয়েছে যা বেশ দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করে। অন্যদিকে, Maruti Suzuki Fronx, তার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিনের সাথে মারুতির ওপর ভরসাকে জিইয়ে তোলে। দ্রুত প্রতিক্রিয়াশীল ইঞ্জিন সহ বিশ্বাসযোগ্য পারফর্ম্যান্স দারুণ অভিজ্ঞতা দেয় চালককে। দুটি গাড়িই শহরে চালনার জন্য আদর্শ। 

Advertisements

দুটি গাড়ির দাম দেখে নিন

Hyundai Venue

 Variant             Price (INR) as on 19 September 2023
E             ₹772,000

Maruti Suzuki Fronx

Variant                      Price (INR) as on 19 September 2023
Sigma                      ₹746,000

Hyundai Venue E পারফরম্যান্সের কারণে সেরা ভেরিয়েন্ট হিসাবে প্রমাণিত হয়েছে। জানিয়ে দিই যে, নতুন এই ভেরিয়েন্টটিতে যে ইঞ্জিন রয়েছে তা মোট 118.41 bhp শক্তি এবং 172 Nm টর্ক উৎপন্ন করে। হাই স্পিডের সাথে গাড়িটি সর্বোচ্চ 195 কিমি/ঘন্টা গতিতে ছুটতে পারে। Hyundai Venue পারফরম্যান্স উত্সাহীদের জন্য পুরোপুরি উপযোগী। একই সাথে বিলাসবহুল ইন্টেরিয়র আরামের জন্য যথেষ্ট। Maruti Suzuki Fronx ও কম যায়না। Sigma ভেরিয়েন্ট লিনিয়ার পাওয়ার ডেলিভারি এবং একটি শক্তিশালী ইঞ্জিন সহ দারুণ কর্মক্ষমতার সাথে আসে। 

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.