Read In
Whatsapp

উৎসবের মরশুমে নতুন i20 এবার আরো সস্তায়, ফিচারস সহ দাম কত দেখে নিন 

সামনেই পুজো, তার আগে বাড়িতে আনুন নতুন গাড়ি। EMI খরচ থাকছে সাধ্যের মধ্যেই! 

Advertisements

ভারতের বাজারে সম্প্রতি Hyundai তাদের i20 গাড়িটির Third Generation লঞ্চ করেছে। হ্যাচব্যাক ক্যাটেগরির গাড়িটি বাজারে টক্কর দিচ্ছে Maruti Suzuki Baleno, Toyota Glanza এবং Tata Altroz-এর সাথে। নতুন ডিজাইন এবং ফিচারসও যুক্ত হয়েছে গাড়িটিতে। উল্লেখ্য যে, Hyundai তাদের i20 গাড়িটির Facelift ভার্সন লঞ্চ করেছে। উৎসবের মরশুমে নতুন i20 এবার আরো সস্তায়, ফিচারস সহ দাম কত দেখে নিন 

নতুন i20 Facelift 1.0-লিটার T-GDi টার্বো-পেট্রোল মোটরের সাথে আসে। শক্তিশালী ইঞ্জিনটি মোট 118hp শক্তি এবং 172 Nm টর্ক উৎপন্ন করে। ম্যানুয়াল থেকে CVT অটোম্যাটিক, সমস্ত ট্রান্সমিশনের সাথেই উপলব্ধ গাড়িটি। 

Advertisements

ভারতের বাজারে মোট 7টি ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে i20 এর। আর এই গাড়িগুলোর দাম শুরু হয় 6.99 লক্ষ টাকা থেকে এবং টপ স্পেক Asta (O) IVT-এর দাম পড়বে 11.01 লক্ষ টাকা। গাড়িটির অন রোড দাম (দিল্লি) থাকবে 7.87 লক্ষ টাকা থেকে 12.75 লক্ষ টাকা পর্যন্ত।  উৎসবের মরশুমে নতুন i20 এবার আরো সস্তায়, ফিচারস সহ দাম কত দেখে নিন 

Hyundai i20 তে 4টি স্পিকার সহ দুর্দান্ত অডিও সিস্টেম, সাথে ব্লুটুথ সংযোগ, ম্যানুয়াল ক্লাইমেট কন্ট্রোল অফার করে। অত্যাধুনিক  ড্যাশবোর্ড ডিজাইন এবং ম্যানুয়াল পাওয়ার উইন্ডোগুলির সাথে আসে গাড়িটি। বাজেটের হিসেবে গাড়িটি Maruti Baleno একই দামে উপলব্ধ। কিন্তু প্রতিদ্বন্দ্বীদের থেকে i20 তে অতিরিক্ত ফিচারস এবং সুবিধা পাওয়া যায়।

উৎসবের মরশুমে নতুন i20 এবার আরো সস্তায়, ফিচারস সহ দাম কত দেখে নিন 

এবার আপনিও যদি Hyundai এর নতুন i20 কেনার কথা ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না ঠিক কত খরচ হবে তাহলে আজকের প্রতিবেদন পড়লে মোটামুটি ধারণা হবেই। ডিলারশিপে যাওয়ার আগে দাম দেখে নিন। নিচে সমস্ত variant এবং তাদের কত দাম হবে এবং সাথে সেগুলো ফাইন্যান্সে কেনার জন্য আপনার EMI খরচ কত হতে পারে তা বিশদে দেওয়া হলো। 

ভেরিয়েন্ট অন রোড দাম 

(দিল্লি )

মেয়াদসুদের হার ডাউন পেমেন্ট অংক EMI খরচ 
Era7.87 lakh5 বছর10% 1.6 lakh 13,321 টাকা 
Magna 8.65 lakh5 বছর10% 1.72 lakh 14,722 টাকা
Sportz 9.35 lakh5 বছর10% 1.86 lakh 15,906 টাকা
Asta 10.41 lakh5 বছর10% 2.08 lakh 17,614 টাকা
Sportz IVT 10.50 lakh5 বছর10% 2.1 lakh 17,782 টাকা
Asta (O) 11.17 lakh5 বছর10% 2.24 lakh 18,979 টাকা
Asta (O) IVT 12.75 lakh5 বছর10% 2.56 lakh 21,659 টাকা

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.