Read In
Whatsapp

বাজারে আসছে Tata-র তুখোড় সাইকেল, ফিচার্স এবং দাম দেখে নিন

ম্যাগনেসিয়াম ফ্রেমের সাথে আসছে নতুন সাইকেল, হাল্কা ওজনের সাইকেলটির দাম দেখে নিন

Advertisements

টাটাদের নতুন স্ট্রাইডার সাইকেল এসেছে বাজারে। না, আজ আমরা বৈদ্যুতিক সাইকেলের কথা বলছিনা। আজ আমরা সাধারণ সাইকেলের কথা বলছি যেখানে ম্যাগনেসিয়াম বাইকের সাথে সাইকেল বাজারে আসছে। নতুন কন্টিনো রেঞ্জের সাইকেলটি শীঘ্রই বাজারে আসছে।বাজারে আসছে Tata-র তুখোড় সাইকেল, ফিচার্স এবং দাম দেখে নিন

নতুন পরিসরে মাউন্টেন বাইক, ফ্যাট বাইক, বিএমএক্স বাইক এবং হাই-পারফরম্যান্স সিটি বাইক সহ বিভিন্ন মাল্টি-স্পিড বিকল্পের সাথে আটটি নতুন মডেল অন্তর্ভুক্ত রয়েছে। কন্টিনো গ্যালাকটিক 27.5T আসলে ভারতের প্রথম ম্যাগনেসিয়াম সাইকেল । ম্যাগনেসিয়াম ফ্রেমগুলি অ্যালুমিনিয়াম ফ্রেমের তুলনায় হালকা এবং খুব শক্তিশালী। যা বাইকগুলোকে অফ-রোড রাইডিংয়ের জন্য আদর্শ বানিয়ে তোলে।বাজারে আসছে Tata-র তুখোড় সাইকেল, ফিচার্স এবং দাম দেখে নিন

Advertisements

পাহাড়ি স্যাঁতসেঁতে জলাভূমিতেও সাইকেলটি দারুণ চলতে পারে। গ্যালাকটিক সাইকেলটির দাম রাখা হয়েছে 27,896 টাকা। ডুয়াল ডিস্ক ব্রেক সহ স্মুথ চালনার জন্য সামনে এবং পিছনের ডিরাইলার, লক-ইন/লক-আউট প্রযুক্তি সহ ফ্রন্ট সাসপেনশন ফর্ক, বিভিন্ন ভূখণ্ডে বহুমুখীতার জন্য 21 গতি ট্রান্সমিশন গিয়ারের সাথে আসে।

বাজারে আসছে Tata-র তুখোড় সাইকেল, ফিচার্স এবং দাম দেখে নিন

ডিলারশিপ থেকে তো বটেই, বিভিন্ন ওয়েবসাইট এবং ই-কমার্স প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকেও কিনে নিতে পারেন। Contino রেঞ্জটি বিভিন্ন রঙ এবং আকারে পাওয়া যাচ্ছে। যার দাম Nortec-এর 19,526 টাকা থেকে শুরু হচ্ছে। টপ এন্ড ভেরিয়েন্টের দাম অবশ্য অনেকটা বেশী। কিন্তু আপনি বেস ভার্সনটিও কিনতে পারেন। সেটিও আপনার প্রয়োজনের জন্য ঠিকঠাক।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.