TRENDS
Advertisement

Car Under 1 Lakh: গাড়ি কিনতে চান কিন্তু বাজেট কম? ১ লাখের নীচে দেখুন দুর্দান্ত মাইলেজের ৫ টি গাড়ি

মোটরবাইক বা গাড়ির কার্যকারিতা দিন দিন বেড়ে চলেছে। গণপরিবহনে ভিড় বেড়ে চলার কারণে অনেকেই সেই মাধ্যমকে এড়িয়ে চলতে চাইছেন। এক্ষেত্রে অবশ্য নিম্ন মধ্যবিত্তদের ক্ষেত্রে গাড়ির প্রাচুর্যতা না থাকায় দুই চাকাই…

Published By: Ritwik | Published On:

মোটরবাইক বা গাড়ির কার্যকারিতা দিন দিন বেড়ে চলেছে। গণপরিবহনে ভিড় বেড়ে চলার কারণে অনেকেই সেই মাধ্যমকে এড়িয়ে চলতে চাইছেন। এক্ষেত্রে অবশ্য নিম্ন মধ্যবিত্তদের ক্ষেত্রে গাড়ির প্রাচুর্যতা না থাকায় দুই চাকাই বাহন হয়ে ওঠে। কিন্তু ১ লাখের বাজেটে কোন গাড়ি আপনার জন্য উপযুক্ত? চলুন জানাই সেই নিয়ে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1)Hero HF 100 : 57,238 টাকা দামের এই বাইকটি যেমন দামে সস্তা তেমনই দুর্দান্ত মাইলেজ দেয়। গাড়িটির 97.2 সিসির ইঞ্জিন প্রতি লিটারে আপনাকে 70 কিমি মাইলেজ দেবে। 4 স্পিড গিয়ারের সাথে ফুয়েল ইনজেকটেড প্রযুক্তি আপনাকে বেশ সুবিধা করে দেবে।Car Under 1 Lakh: গাড়ি কিনতে চান কিন্তু বাজেট কম? ১ লাখের নীচে দেখুন দুর্দান্ত মাইলেজের ৫ টি গাড়ি

2) Hero HF Deluxe : এই গাড়িতেও HF 100 এর সমান কর্মদক্ষতার ইঞ্জিন রয়েছে। কিন্তু অপেক্ষাকৃত ভারী হওয়ার কারণে গাড়িটির রেঞ্জ 65 কিমি। দামও HF 100 এর থেকে 10,000 টাকা বেশি। বাজারে 67,552 টাকার বিনিময়ে মিলবে বাইকটি।Car Under 1 Lakh: গাড়ি কিনতে চান কিন্তু বাজেট কম? ১ লাখের নীচে দেখুন দুর্দান্ত মাইলেজের ৫ টি গাড়ি

3) Bajaj CT 100 : শুধু তেল খরচ নয়, এই গাড়ি আপনার পকেটের খেয়াল রাখে সমস্ত দিক দিয়ে। অন্যান্য বাইকে যেখানে মেন্টেন্যানস খরচ অনেকটাই বেশি এক্ষেত্রে সেটা প্রায় নেই বললেই চলে। 102 সিসির এয়ারকুলড ইঞ্জিনের সাথে 4 স্পিডের গিয়ারবক্স উপস্থিত গাড়িটিতে। প্রতি লিটারে 70 কিমি ছুটতে পারে CT 100 আর গাড়িটির বাজারমূল্য রয়েছে 52,628 টাকা।Car Under 1 Lakh: গাড়ি কিনতে চান কিন্তু বাজেট কম? ১ লাখের নীচে দেখুন দুর্দান্ত মাইলেজের ৫ টি গাড়ি

4) Honda Shine 100 : মার্চ মাসেই হোন্ডার তরফে এই কমিউটার বাইকটি লঞ্চ করা হয়েছে। এখানেও 98 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন 65 কিলোমিটারের মাইলেজ দেয়। হন্ডা সাইন 100 এর দাম রয়েছে 65,000 টাকা।Car Under 1 Lakh: গাড়ি কিনতে চান কিন্তু বাজেট কম? ১ লাখের নীচে দেখুন দুর্দান্ত মাইলেজের ৫ টি গাড়ি

5) Bajaj Platina : Hero HF এবং বাজাজ Platina, এই দুই বাইক বহু সময় ধরে মানুষকে ভরসা যুগিয়ে আসছেন। 102 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সহ 65 কিমি ছুটতে পারে গাড়িটি। বাজারে এটির দাম রয়েছে 65,943টাকা।Car Under 1 Lakh: গাড়ি কিনতে চান কিন্তু বাজেট কম? ১ লাখের নীচে দেখুন দুর্দান্ত মাইলেজের ৫ টি গাড়ি

About Author