TRENDS
Advertisement

বাজারে এল নতুন Apache RTR 310, পাবেন 150 KM টপস্পিড! কিনতে কত খরচ পড়বে?

শক্তিশালী পারফরম্যান্স এবং দুর্দান্ত লুকের সাথে বাজারে এল নতুন RTR 310, দাম এবং ফিচারস দেখে নিন

Published By: Ritwik | Published On:

সম্প্রতি TVS তাদের 310 RR ওপর ভিত্তি করে নতুন RTR 310 বাইকটি নিয়ে হাজির হয়েছে। RTR 310 বাইকটি সংস্থার নতুন ফ্ল্যাগশিপ বাইক হতে চলেছে। আর তাই কোনো ফিচারসের কমতি রাখেনি TVS। ক্রুজ কন্ট্রোল, মাল্টিপল রাইড মোড, ক্লাইমেট কন্ট্রোল সিট এবং ডায়নামিক স্টেবিলিটি কন্ট্রোলের মতো কিছু ফিচারস নিয়ে এসেছে যা এর আগে এই সেগমেন্টর কোনো বাইকেই দেখা যায়নি।বাজারে এল নতুন Apache RTR 310, পাবেন 150 KM টপস্পিড! কিনতে কত খরচ পড়বে?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

চলুন দেখে নেওয়া যাক কি কি ফিচারস থাকছে নতুন RTR 310 এ।

ইঞ্জিন : RTR 310 এ TVS 312.2 সিসির শক্তিশালী ইঞ্জিন দিয়েছে। এই ইঞ্জিন মোট 35.6PS শক্তি উৎপন্ন করতে সক্ষম। 6650rpm এ বাইকটি 28.7Nm টর্ক উৎপন্ন করে। আর দ্রুত টর্ক উৎপন্ন করতে পারার ক্ষমতার কারণে মাত্র 2.81 সেকেন্ডেই বাইকটি শুন্য থেকে 60 কিমি বেগে পৌঁছে যায়। বাইকের টপ স্পিড রয়েছে 150kmph।

নিরাপত্তা এবং সুরক্ষা : মোটরসাইকেলটি রেস টিউনড লিনিয়ার স্টেবিলিটি কন্ট্রোল (RT-LSC) এর মতো হাইক্লাস পারফর্ম্যান্স অফার করে। সাথে স্ট্রেইট লাইন ডুয়াল চ্যানেল ABS, স্লিপার ক্লাচ, লিনিয়ার ট্র্যাকশন কন্ট্রোল এবং রিয়ার লিফট সুরক্ষার 4মতো ফিচারসও রয়েছে এখানে।বাজারে এল নতুন Apache RTR 310, পাবেন 150 KM টপস্পিড! কিনতে কত খরচ পড়বে?

ফিচারস : RTR 310 বাইকটিতে 5টি রাইডিং মোড রয়েছে। এগুলো হলো আরবান, রেইন, স্পোর্টস, ট্র্যাক এবং সুপারমোটো মোড। ট্র্যাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, কুইকশিফটার, ক্লাইমেটিক সিট কন্ট্রোল, TPMS সহ TVS এর SmartXonnect ব্লুটুথ কানেক্টিভিটিও রয়েছে এখানে। বাইকের হেডল্যাম্প গতির ওপর ভিত্তি করে পরিবর্তন হতে থাকে। সাথে TVS এর 24×7 রোড অ্যাসিস্ট্যান্স পাওয়া যায়।

বাজারে এল নতুন Apache RTR 310, পাবেন 150 KM টপস্পিড! কিনতে কত খরচ পড়বে?

দাম: নতুন TVS Apache RTR 310 এর প্রারম্ভিক এক্স শোরুম দাম শুরু হচ্ছে 2.43 লক্ষ টাকা থেকে।

About Author