Read In
Whatsapp

Hero Karizma XMR নাকি Bajaj Pulsar N250! বাজারে সবচেয়ে সেরা গাড়ি কোনটি? দেখে নিন খুঁটিনাটি

দমদার ইঞ্জিনের Hero Karizma XMR নাকি Bajaj Pulsar N250? দেখে নিন বাইক দুটির দাম ফিচার্স এবং স্পেশিফিকেশন।

Advertisements

বাইকপ্রেমীদের জন্য একটি আবেগের নাম হল Hero’s Karizma। স্টাইলিশ, স্পোর্টি লুক তো বটেই পাশাপাশি বাইকটিতে রয়েছে একটি দমদার ইঞ্জিন। এরকমই আরও একটি বাইক হল Bajaj Pulsar N250। দুটি বাইকের মধ্যে জোরদার টক্কর চলছে এখন‌। আজকের প্রতিবেদনে দুটি বাইকের বৈশিষ্ট্য এবং দাম সম্পর্কে বলব আপনাদের।

Hero Karizma XMR : প্রথমবারের মতো এতে লিকুইড-কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে। সামনে ও পিছনের চাকায় রয়েছে ডিস্ক ব্রেক। এতে রয়েছে 210 cc ইঞ্জিন যা 25.15 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। এছাড়াও বাইকটি 20.4 Nm টর্ক জেনারেট করে। বাইকটিতে রয়েছে 6 স্পিডের ম্যানুয়াল ট্রান্সমিশন। সূত্রের খবর, বাইকটির প্রারম্ভিক মূল্য, 1.72 লক্ষ টাকা এক্স-শোরুম।

Advertisements

11 লিটার ফুয়েল ট্যাঙ্ক : এতে রয়েছে 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। এইমুহুর্তে তিনটি কালার ভেরিয়েন্টে বাজারে আনা হয়েছে বাইকটি। অন্যান্য ফিচার্সের কথা বললে, অ্যান্টি-লকিং ব্রেকিং সিস্টেম, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, LED হেডলাইট, অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন, লাইটওয়েট ক্লিপ-অন হ্যান্ডেলবারের মতো শক্তিশালী বৈশিষ্ট্য রয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র 3000 টাকার বিনিময়ে বাইকটি বুকিং করতে পারবেন।

Hero Karizma XMR নাকি Bajaj Pulsar N250! বাজারে সবচেয়ে সেরা গাড়ি কোনটি? দেখে নিন খুঁটিনাটি

 

Bajaj Pulsar N250 : বহুল চর্চিত এই বাইকটির উপরেও অনেকের নজর রয়েছে। এই স্পোর্টস লুক বাইকটি 35 kmpl এর মাইলেজ দেয়। নিরাপত্তার জন্য এর উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। Bajaj Pulsar N250 এ রয়েছে ডুয়াল চ্যানেল ABS। এটি একটি 249.07 cc ইঞ্জিন দ্বারা চালিত, যা 24.5 PS শক্তি এবং রাস্তায় 21.5 Nm পিক টর্ক জেনারেট করে৷ কোম্পানির এই স্ট্রিট ফাইটারটি একটি স্টাইলিশ বাইকটিতে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.