Read In
Whatsapp

দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে বাজারে এল Hero Karizma XMR 210, দেখুন দাম ও নজরকাড়া ফিচার্স

বাজারে ফিরল হিরোর নতুন মোটরসাইকেল। খোদ হৃতিক রোশন প্রচার করছেন Karizma 210 এর!

Advertisements

বাইকপ্রেমীদের মন রাখতে বাজারে ফিরেছে নতুন Karizma। খোদ বলিউড অভিনেতা হৃত্বিক রোশন নিজের সোশ্যাল মিডিয়াতে বাইকটি নিয়ে টিজ করে। বাইক প্রেমীদের মধ্যে বিরাট উচ্ছাস দেখা যায় বাইকটি নিয়ে। 29 আগস্ট লঞ্চ হয়েছে Hero Karizma XMR 210। নতুন লুক থাকলেও 2003 সালের সেই টাচ রয়ে গেছে বাইকের মধ্যে। দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে বাজারে এল Hero Karizma XMR 210, দেখুন দাম ও নজরকাড়া ফিচার্স

ইঞ্জিন : গাড়িটিতে 210 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন রয়েছে। মোট 6 স্পিডের গিয়ারবক্স সমেত 25.15 bhp এর পিক পাওয়ার এবং 20.4 Nm সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে সক্ষম।

Advertisements
দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে বাজারে এল Hero Karizma XMR 210, দেখুন দাম ও নজরকাড়া ফিচার্স
source : bikewale

ফিচারস : থাকছে LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ডিজিটাল স্পিডোমিটার, ইন্ডিকেটর ইত্যাদি সহ LED লাইটিং, টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং প্রি-লোড অ্যাডজাস্টেবেল মনোশক সাসপেনশন। 17 ইঞ্চির অ্যালয় হুইল দেখতে পাবেন এই বাইকে।দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে বাজারে এল Hero Karizma XMR 210, দেখুন দাম ও নজরকাড়া ফিচার্স

সুরক্ষা : Karizma XMR 210 গাড়িতে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) থাকছে। যদিও টপ ভেরিয়েন্টেই ডুয়াল চ্যানেল সিস্টেম মিলবে, অন্যান্য ভার্সনে আপনি সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম মিলবে।

ডিজাইন : নয়া স্পোর্টি ডিজাইন ক্রেতাদের বেশ আকৃষ্ট করবে। যদিও অন্যান্য বাইকের মতো বাঁকা ভঙ্গিতে নয় বরং বেশ সোজা ভাবেই আরামে বসে বাইক চালাতে পারেন। তীক্ষ্ণ স্টাইলিশ ডিজাইন সহ দ্রুত গতির বাইকটি কিন্তু সাধ্যের মধ্যেই দাম থাকতে পারে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে বাজারে এল Hero Karizma XMR 210, দেখুন দাম ও নজরকাড়া ফিচার্স

দাম : Karizma XMR 210 বাইকের এক্স শোরুম দাম রয়েছে 1.72 লক্ষ টাকা। Hero Motocorp এর প্রিমিয়াম পণ্যের ক্যাটেগরিতে আসে এই বাইকটি। 29 আগস্ট থেকে বুকিং শুরু হয়েছে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.