Read In
Whatsapp

KTM Duke : পুজোর আগে 125, 250 ও 390 সিসির ডিউক আনছে কেটিএম, ঝাক্কাস লুকের সঙ্গে পাবেন ফাটাফাটি ফিচার্স

ডিউক সিরিজের তিনটি নতুন বাইক আসছে বাজারে! সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা করল KTM , সমস্ত তথ্য এখানে বিশদে দেখে নিন

Advertisements

বাইক প্রেমীদের জন্য মন জয় করতে একাধিক সংস্থা। Honda, Hero, TVS, Bajaj সহ সমস্ত অটোমোবাইল নির্মাতাই পুজোর আগে বাজার ধরতে আসরে নেমে পড়েছে। সেখানে বাদ রইল না বিখ্যাত বাইক নির্মাতা KTM ও। একসাথে তিন তিনটি KTM Duke নিয়ে আসছে তারা। সবচেয়ে বড় বিষয়, উৎসবের মরশুমের কথা মাথায় রেখে বর্তমানে আন্তর্জাতিক বাজারের চাইতে ভারতের বাজার KTM এর কাছে অধিক গুরুত্বপূর্ন হয়ে ওঠেছে। তাই সর্বাগ্রে ভারতের বাজারেই বাইক লঞ্চ করবে তারা।KTM Duke : পুজোর আগে 125, 250 ও 390 সিসির ডিউক আনছে কেটিএম, ঝাক্কাস লুকের সঙ্গে পাবেন ফাটাফাটি ফিচার্স

KTM তাদের Duke লাইনআপের অধীনে ভারতে লঞ্চ করতে চলেছে 125 Duke, 250 Duke এবং 390 Duke। সমস্ত বাইকগুলোই বাজাজ অটো তৈরি করবে। ইতিমধ্যেই 390 Duke লঞ্চ করেছে KTM। 23 আগস্ট লঞ্চ হয়ে যায় বাইকটি। বাজারে 125 Duke এবং 250 Duke ও এসে গিয়েছে।

Advertisements

KTM Duke : পুজোর আগে 125, 250 ও 390 সিসির ডিউক আনছে কেটিএম, ঝাক্কাস লুকের সঙ্গে পাবেন ফাটাফাটি ফিচার্স

KTM 390 Duke লঞ্চের আগে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দিয়ে KTM লিখেছে, “জাস্ট থ্রি ডিউক, র সাউন্ড, নো ফিল্টার নো বুলশিট, কেটিএম 125 ডিউক, কেটিএম 250 ডিউক, কেটিএম 390 ডিউক। আগামীকাল লঞ্চ হবে।” উল্লেখ্য, এই বাইকগুলোতে কর্নারিং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং রাইডিং মোড এক্সপেরিয়েন্স দেখা যাবে।

KTM Duke : পুজোর আগে 125, 250 ও 390 সিসির ডিউক আনছে কেটিএম, ঝাক্কাস লুকের সঙ্গে পাবেন ফাটাফাটি ফিচার্স

125 Duke এবং 250 Duke এর ফিচারস সম্পর্কে জানা না গেলেও 390 Duke এ থাকছে 399 সিসির লিকুইড-কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ 43 হর্সপাওয়ার শক্তি তৈরি করতে সক্ষম। এছাড়া 6 স্পিড গিয়ারবক্স সহ ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, 17 ইঞ্চির অ্যালয় হুইল এবং 5 ইঞ্চির TFT ডিসপ্লে রয়েছে। স্মার্টফোন কানেক্টিভিটি এবং ব্লুটুথের সাথে মিউজিক কন্ট্রোলের মত নতুন ফিচারসও পাবেন এই বাইকে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.