TRENDS
Advertisement

খেল খতম KTM এবং R15-র! বাজার গরম করতে এলো Yamaha MT-15, লুক ও ফিচার্স দেখেই পড়ে যাবেন প্রেমে

Yamaha MT-15 এ থাকছে সর্বাধুনিক ফিচারস সহ শক্তিশালী ইঞ্জিন। গাড়িতে থাকছে আর কি কি সুবিধা ?

Published By: Ritwik | Published On:

Yamaha তাদের Sports বাইকের জন্যই বেশি বিখ্যাত। বিলাসবহুল R1 থেকে শুরু করে সস্তার R15, বেশিরভাগ সময়ই Yamaha এর বাইকগুলো স্পোর্টি পারফরম্যান্স এবং শক্তিশালী ইঞ্জিনের জন্য বিখ্যাত। আর এবার R15 এর নতুন ভার্সনের সাথে সাথে বাজারে এসেছে MT-15 এর নতুন ভার্সন। রিয়েল ড্রাইভিং এমিশন (RDE) এর সাথে বাজারে আসা নতুন MT-15 কেমন হয়েছে দেখে নিন।খেল খতম KTM এবং R15-র! বাজার গরম করতে এলো Yamaha MT-15, লুক ও ফিচার্স দেখেই পড়ে যাবেন প্রেমে

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Yamaha নতুন MT-15 V2.0 বাইকটি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের সাথে আসে বাজারে। নতুন MT-15 এ খুবই Aggressive Throttle input দেওয়া হয়েছে। অর্থাৎ গতি তোলার ক্ষেত্রে আর কোনো সমস্যাই থাকবেনা চালকদের। নতুন ভার্সনে Accelerator এবং ইঞ্জিনের মধ্যেকার input-output ও বেড়েছে অনেকখানি। ফলে সহজেই গতি তুলতে পারেন আপনি।

ইঞ্জিন : নতুন Yamaha MT-15 এ একটি 155 সিসির সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড, 4-স্ট্রোক, SOHC সহ 4-ভালভ ইঞ্জিন থাকবে যা 10,000 rpm-এ সর্বোচ্চ 18 bhp এবং 7,500 rpm এ 14.1 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম।খেল খতম KTM এবং R15-র! বাজার গরম করতে এলো Yamaha MT-15, লুক ও ফিচার্স দেখেই পড়ে যাবেন প্রেমে

ফিচারস : ডিজিট্যাল ইন্সট্রুমেন্ট কনসোল থাকছে। সেখানে ব্লুটুথ সংযোগ থেকে ফোন অ্যালার্ট, ইমেল এবং এসএমএস অ্যালার্ট, স্মার্টফোনের ব্যাটারি লেভেল সহ বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেখানে। এছাড়া টার্ন-বাই-টার্ন নেভিগেশনও দেখতে পাওয়া যাবে এই বাইকে। ব্রেকিংয়ের জন্য মিলবে ডুয়াল চ্যানেল ABS।

খেল খতম KTM এবং R15-র! বাজার গরম করতে এলো Yamaha MT-15, লুক ও ফিচার্স দেখেই পড়ে যাবেন প্রেমে

দাম : নতুন Yamaha MT-15 বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.68 লক্ষ টাকা থেকে।

About Author