TRENDS
Advertisement

Ola S1X Vs Ather 450S: দুই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কার মাইলেজ বেশি, দুটির দামই বা কত?

দেখে নিন দুই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কার মাইলেজ বেশি, দামই বা কত?

Published By: Ritwik | Published On:

সস্তায় দারুণ দারুণ ইলেক্ট্রিক স্কুটার নিয়ে এসেছে ওলা ইলেকট্রিক। স্বাধীনতা দিবসের দিন একইসাথে মোট 3টি ই-স্কুটার এনেছে তারা। S1X সিরিজের নতুন লাইনআপ নিয়ে ঘোষণা করেছে সংস্থাটি। বিভিন্ন ব্যাটারি প্যাক থাকবে স্কুটারে। কিন্তু Ola S1X কে বাজারে বেশ ভালো প্রতিযোগিতা দেবে অন্যান্য ই-স্কুটার গুলো। Ola S1X Vs Ather 450S: দুই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কার মাইলেজ বেশি, দুটির দামই বা কত?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Ola S1X এর সাথে সাথেই চর্চা বেড়েছে Ather 450S কে নিয়েও। এক কথায় ওলাকে টক্কর দেওয়ার জন্যই গাড়িটি এনেছে Ather। এখন দেখার দুই স্কুটারের মধ্যে কোনটি আপনার জন্য উপযুক্ত। চলুন দেখে নেওয়া যাক।

Ola S1XOla S1X Vs Ather 450S: দুই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কার মাইলেজ বেশি, দুটির দামই বা কত?

ব্যাটারি : গাড়িটি মোট দুইটি ব্যাটারি প্যাকের সাথে এসেছে বাজারে। একটি হলো 2 kWh অন্যটি 3 kWh।

রেঞ্জ : ব্যাটারি প্যাকের বিভিন্নতার জন্য মাইলেজও ভিন্ন ভিন্ন। 3kWh ব্যাটারি একবার ফুল চার্জে মোট 152 কিমি মাইলেজ দেয়।

ফিচারস : Ola S1X স্কুটারে সর্বোচ্চ গতিবেগ রয়েছে 90kmph। সেটি শুন্য থেকে 40 kmph গতিতে পৌঁছাতে 3.3 সেকেণ্ড সময় নেয়। 34 লিটারের স্টোরেজ পেয়ে যাবেন। ডিজিটাল ইনস্ট্রুমেন্টস ক্লাস্টার, স্মার্টফোন কানেকশন এবং MoveOS4 আপডেট ছাড়া থাকছে LED লাইটিং, ডুয়াল টোন কালার ইত্যাদির সুবিধাও দেখতে পাবেন এখানে।Ola S1X Vs Ather 450S: দুই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কার মাইলেজ বেশি, দুটির দামই বা কত?

দাম : 2kwh ব্যাটারি প্যাকের দাম রয়েছে 79,999 টাকা সেটি 21 অগাস্ট পর্যন্ত বৈ। পরবর্তীতে 89,999 টাকা দিতে হবে। এবং Ola S1X 3kwh ব্যাটারি প্যাকের দাম 89,999 টাকা। 21 অগাস্টের পর দাম বেড়ে হবে 99,999 টাকা।

Ather 450SOla S1X Vs Ather 450S: দুই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কার মাইলেজ বেশি, দুটির দামই বা কত?

ব্যাটারি : Ather 450S এ রয়েছে 2.9 kwh ব্যাটারি।

রেঞ্জ : একবার ফুল চার্জে গাড়িটি কোগ 115 কিমি যেতে পারে।

ফিচারস : Ather এ উপস্থিত 5.4 kw ক্ষমতা সম্পন্ন মোটর আপনাকে বাম্পার পারফর্ম্যানস দেয়। মাত্র 3.9 সেকেন্ডেই গাড়িটি 40kmph গতিতে পৌঁছে যেতে সক্ষম। সর্বোচ্চ 90 kmph গতিতে যেতে পারে গাড়িটি। 7 ইঞ্চির টাচস্ক্রিন সহ ডিপভিউ ডিজিটাল ক্লাস্টার, স্মার্টফোন কানেকশন, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং LED লাইটিংয়ের সুব্যবস্থা রয়েছে।Ola S1X Vs Ather 450S: দুই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কার মাইলেজ বেশি, দুটির দামই বা কত?

দাম : Ather 450S স্কুটারের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.30 লাখ টাকা থেকে 1.43 লাখ টাকা পর্যন্ত।

About Author