TRENDS
Advertisement

অপেক্ষার অবসান ঘটিয়ে এই 9 টি ব্র্যান্ড তাদের দামি গাড়ি লঞ্চ করেছে ভারতে, লুক দেখেই প্রেমে পড়ে যাবেন

ভারতের বাজারে বিভিন্ন সংস্থার জোর টক্কর চলছে। EV সহ বিভিন্ন সেগমেন্টে বাজার দখল করার জন্য উঠেপড়ে লেগেছে বিভিন্ন সংস্থা। তারই মধ্যে দারুণ কয়েকটি গাড়ি এসেছে দেশের অন্দরে। চলুন দেখে নেওয়া…

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে বিভিন্ন সংস্থার জোর টক্কর চলছে। EV সহ বিভিন্ন সেগমেন্টে বাজার দখল করার জন্য উঠেপড়ে লেগেছে বিভিন্ন সংস্থা। তারই মধ্যে দারুণ কয়েকটি গাড়ি এসেছে দেশের অন্দরে। চলুন দেখে নেওয়া যাক কী কী নতুন গাড়ি লঞ্চ হয়েছে সম্প্রতি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) Maruti Suzuki Invicto : বহুদিন ধরে অপেক্ষার পর অবশেষে দেশের বাজারে এসেছে সুজুকি ইন্ডিয়ার নতুন গাড়ি ইনভিক্টো Toyota Hycross এর ওপর নির্ভর করে তৈরি হয়েছে এই নতুন গাড়িটি। বাজারে এই MPV টি 24.79 লক্ষ টাকায় লঞ্চ হয়েছে। অপেক্ষার অবসান ঘটিয়ে এই 9 টি ব্র্যান্ড তাদের দামি গাড়ি লঞ্চ করেছে ভারতে, লুক দেখেই প্রেমে পড়ে যাবেন

2) Tata Safari (Red Dark Edition) : সম্প্রতি Tata motors তাদের সাফারি গাড়িটির নতুন রেড ডার্ক এডিশন নিয়ে এসেছে ভারতের বাজারে। স্পেশাল এই গাড়িটির দাম রয়েছে 24.91 লক্ষ টাকা।অপেক্ষার অবসান ঘটিয়ে এই 9 টি ব্র্যান্ড তাদের দামি গাড়ি লঞ্চ করেছে ভারতে, লুক দেখেই প্রেমে পড়ে যাবেন

3) Hyundai Tucson :
Hyundai Motors সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ Tucson গাড়িটি লঞ্চ করেছে। 26.83 লক্ষ টাকা থেকে এই গাড়িটির দাম শুরু হচ্ছে। এখানে AWD এবং 2 ADAS এর নিরাপত্তা থাকছে।অপেক্ষার অবসান ঘটিয়ে এই 9 টি ব্র্যান্ড তাদের দামি গাড়ি লঞ্চ করেছে ভারতে, লুক দেখেই প্রেমে পড়ে যাবেন

4) Hyundai ionic 5 : EV এর লাইনআপে একদম নতুন এবং ফ্ল্যাগশিপ ionic 5 লঞ্চ করেছে হুন্ডাই মোটরস। এই গাড়িটির দাম শুরু হচ্ছে 45.95 লক্ষ থেকে।অপেক্ষার অবসান ঘটিয়ে এই 9 টি ব্র্যান্ড তাদের দামি গাড়ি লঞ্চ করেছে ভারতে, লুক দেখেই প্রেমে পড়ে যাবেন

5) KIA EV 6 : আরেক কোরিয়ান গাড়ি নির্মাতা KIA ও ভারতের বাজারে জোর টক্করের জন্য তাদের নতুন EV 6 লঞ্চ করেছে। এই ফ্ল্যাগশিপ গাড়িটির দাম শুরু হচ্ছে 60.95 লক্ষ থেকে।অপেক্ষার অবসান ঘটিয়ে এই 9 টি ব্র্যান্ড তাদের দামি গাড়ি লঞ্চ করেছে ভারতে, লুক দেখেই প্রেমে পড়ে যাবেন

6) Mahindra XUV 700 : মহিন্দ্রার তরফে লঞ্চ করা হয়েছে তাদের ফ্ল্যাগশিপ XUV 700। 14.01 লক্ষ থেকে দাম শুরু হচ্ছে গাড়িটির, সবচেয়ে দামী ভার্সনের দাম রয়েছে 26.18 লক্ষ টাকা।অপেক্ষার অবসান ঘটিয়ে এই 9 টি ব্র্যান্ড তাদের দামি গাড়ি লঞ্চ করেছে ভারতে, লুক দেখেই প্রেমে পড়ে যাবেন

7) Volkswagen Tiguan : জার্মান ম্যানুফ্যাচারিং জায়ান্ট Volkswagen সদ্যই তাদের ফ্ল্যাগশিপ SUV Tiguan লঞ্চ করেছে। যদিও গাড়িটির বিভিন্ন ভার্সনের দাম বিভিন্ন। তবে বেস ভেরিয়েন্টের দাম রয়েছে 34.70 লক্ষ টাকা।অপেক্ষার অবসান ঘটিয়ে এই 9 টি ব্র্যান্ড তাদের দামি গাড়ি লঞ্চ করেছে ভারতে, লুক দেখেই প্রেমে পড়ে যাবেন

8) Skoda Kodiaq : বহদিন পর ভারতের বাজারে উন্নতমানের গাড়ি লঞ্চ করেছে Skoda। নতুন এই SUV টির দাম শুরু হচ্ছে 37.99 লক্ষ টাকা থেকে।অপেক্ষার অবসান ঘটিয়ে এই 9 টি ব্র্যান্ড তাদের দামি গাড়ি লঞ্চ করেছে ভারতে, লুক দেখেই প্রেমে পড়ে যাবেন

9) Toyota Vellfire : বহুদিন পর ভারতে প্রিমিয়াম MPV লঞ্চ করেছে Toyota। গাড়িটির দাম শুরু হচ্ছে 96.55 লক্ষ টাকা থেকে।অপেক্ষার অবসান ঘটিয়ে এই 9 টি ব্র্যান্ড তাদের দামি গাড়ি লঞ্চ করেছে ভারতে, লুক দেখেই প্রেমে পড়ে যাবেন

About Author