TRENDS
Advertisement

Brezza বা Scorpio নয়, এই গাড়িই বেস্ট সেলিং SUV! কামাল করে দেখাল টাটা মোটরস

গাড়ির বাজারে বরাবরই পয়লা নম্বর স্থান দখল করে মারুতি সুজুকি। ব্র্যান্ডটির এক নয়, একাধিক গাড়ি রয়েছে বেস্ট সেলিং গাড়ির তালিকায়। শীর্ষ বিক্রি হওয়া 10 গাড়ির 6 টিই তাদের। জানুয়ারি 2024…

Published By: Ritwik | Published On:

গাড়ির বাজারে বরাবরই পয়লা নম্বর স্থান দখল করে মারুতি সুজুকি। ব্র্যান্ডটির এক নয়, একাধিক গাড়ি রয়েছে বেস্ট সেলিং গাড়ির তালিকায়। শীর্ষ বিক্রি হওয়া 10 গাড়ির 6 টিই তাদের। জানুয়ারি 2024 এর বিক্রির রেকর্ড জানাচ্ছে এই তালিকায় কোনো পরিবর্তন আসেনি। বেস্ট সেলিং গাড়ি রয়েছে WagonR এবং SUV এর তালিকায় বেস্ট সেলার Tata Nexon। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেকর্ড কি জানাচ্ছে। Maruti Wagonr Vxi Midnight Blue Front Three Quarter

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

টপ-10 সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির কথা বলতে গেলে, শীর্ষস্থানে রয়েছে WagonR। গাড়িটির মোট বিক্রি 16,567 ইউনিট। 15,965 ইউনিট বিক্রি করে দ্বিতীয় স্থানে Dezire, এবং 15,311 ইউনিট বিক্রির সাথে তৃতীয় স্থানে রয়েছে Maruti Suzuki Swift। এরপরই চতুর্থ স্থান দখল করেছে Tata Nexon। গত 1 মাসে গাড়িটির বিক্রি 14,916 ইউনিট।

Punch গাড়িটি বিগত বেশ কিছু সময় ধরেই ভালো পারফর্ম করছে। জানুয়ারিতেও তার হেরফের হয়নি। টাটা পাঞ্চ গাড়িটির বিক্রি 14,383 ইউনিট। এরপর ষষ্ঠ স্থনে রয়েছে Maruti Suzuki Brezza। কমপ্যাক্ট SUV সেগমেন্টে আসা গাড়িটির মোট বিক্রি 13,393 ইউনিট। এরপর রয়েছে মারুতির Baleno। মোট 12,961 টি Baleno বিক্রি হয়েছে। অষ্টম স্থানে মারুতির 7 আসনের গাড়ি Ertiga। সেটির মোট বিক্রি 12,857 ইউনিট।

Tata Nexon Ev

বেস্ট সেলিং গাড়ির তালিকায় নবম স্থানে রয়েছে Hyundai এর Creta। বিগত এক মাসে 11,814 ইউনিট Creta বিক্রি হয়েছে। দশম এবং শেষ স্থানে রয়েছে মাহিন্দ্রার Scorpio। গাড়িটির বিক্রির সংখ্যা 11,355 ইউনিট।

About Author