Read In
Whatsapp

সেরার সেরা এই তিন গাড়ি, সপরিবার শীতের ভ্রমন হবে আরামসে

ভারতে পারিবারিক গাড়ির চাহিদা সবসময়ই তুঙ্গে। তবে আজ আমরা বড় পরিবারের কথা বলছিনা। সেজন্য তো MPV রয়েইছে। আজ আমরা এখানে জানাবো ছোট পরিবার হলে এবং বাজেট 5 থেকে 6 লক্ষ…

Advertisements

ভারতে পারিবারিক গাড়ির চাহিদা সবসময়ই তুঙ্গে। তবে আজ আমরা বড় পরিবারের কথা বলছিনা। সেজন্য তো MPV রয়েইছে। আজ আমরা এখানে জানাবো ছোট পরিবার হলে এবং বাজেট 5 থেকে 6 লক্ষ টাকা হলে কোন গাড়ি আপনার জন্য সেরা। চলুন তাহলে তাই দেখে নেওয়া যাক।

1) Maruti Suzuki Alto K10 সেরার সেরা এই তিন গাড়ি, সপরিবার শীতের ভ্রমন হবে আরামসে
মারুতি সুজুকির Alto আজ নয় বিগত কয়েক দশক ধরে আম আদমির পয়লা নম্বর পছন্দের গাড়ি। Alto 800 এর পরই নতুন Alto K10 বাজারে এসেছে। গাড়িটির এক্স শোরুম দাম শুরু হয় 3.99 লক্ষ টাকা থেকে। এবং এটির VXI মডেল যেটি কিনা ভ্যালু ফর মানি, সেটির দাম রয়েছে 5 লক্ষ 80 হাজার টাকা।

Advertisements

2) Maruti Suzuki S-Presso সেরার সেরা এই তিন গাড়ি, সপরিবার শীতের ভ্রমন হবে আরামসে
হ্যাচব্যাক সেগমেন্টে রাজ করার পর মারুতি সদ্যই লঞ্চ করেছে তাদের নতুন S-Presso। এন্ট্রি লেভেল সেগমেন্টে বাজেট এবং লুকে সেরা এই মাইক্রো-SUV। গাড়িটির দাম রয়েছে 4.70 লক্ষ টাকা। তবে ভ্যালু ফর মানি VXI ভার্সনটির দাম পড়বে 5.70 লক্ষ টাকা।

3) Renault KWID সেরার সেরা এই তিন গাড়ি, সপরিবার শীতের ভ্রমন হবে আরামসে
বাজারে আরেকটি দারুণ অপশন Kwid। ছোট প্যাকেট বড় ধামাকা বলা চলে গাড়িটিকে। আরামসে 5 জন চেপে ঘুরে বেড়াতে পারেন। তো এই Kwid এর দাম শুরু হচ্ছে 5.20 লক্ষ টাকা থেকে। গ্রাহকদের জন্য আদর্শ ভার্সনটি হলো RXT এবং এটি কেনার জন্য মোট খরচ হবে 6.20 লক্ষ টাকা।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.