Read In
Whatsapp

লঞ্চ হচ্ছে নতুন Yamaha R3 এবং MT-03, সম্ভাব্য দাম হতে পারে এত

15 ডিসেম্বর বাজারে আস্তে প্রস্তুত Yamaha এর দুই বাইক MT-03 এবং R3। অনেকদিন ধরেই আলোচনা চলছিল এই দুই বাইক নিয়ে এবার সেখানে শিলমোহর দিয়ে বাইক আনছে Yamaha। এর মধ্যে RE…

Advertisements

15 ডিসেম্বর বাজারে আস্তে প্রস্তুত Yamaha এর দুই বাইক MT-03 এবং R3। অনেকদিন ধরেই আলোচনা চলছিল এই দুই বাইক নিয়ে এবার সেখানে শিলমোহর দিয়ে বাইক আনছে Yamaha। এর মধ্যে RE এর আগেও ভারতে আসে তবে সেবার BS-6 ইঞ্জিন সমস্যার কারণে বাজার থেকে বাইকটি তুলে নিতে বাধ্য হয় কোম্পানি। লঞ্চ হচ্ছে নতুন Yamaha R3 এবং MT-03, সম্ভাব্য দাম হতে পারে এত

Yamaha একদম নতুন MT-03 বাইকটিও লঞ্চ করবে এবার। দুই বাইকে একই 321 সিসির ইঞ্জিন রয়েছে যা 6 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত। এখনো অবধি নতুন বাইকদুটির দামের বিবরণ প্রকাশ্যে আনেনি Yamaha। অনুমান করা হচ্ছে আগামী জানুয়ারি থেকে ডেলিভারি শুরু হয়ে যাবে। মার্কেট বিশেষজ্ঞদের ধারণা বাইক দুটির এক্স শোরুম দাম শুরু হবে 3.50 লক্ষ টাকা থেকে।

Advertisements

লঞ্চ হচ্ছে নতুন Yamaha R3 এবং MT-03, সম্ভাব্য দাম হতে পারে এত

MT-03 বাইকটিতে রয়েছে 17 ইঞ্চির টায়ার। স্প্লিট সিট ডিজাইন সমস্ত রকমের উচ্চতার লোকেদের জন্য আদর্শ। বাইকে থাকছে অল-এলইডি লাইট সহ সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি ডুয়াল-চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। একইসাথে স্পিডোমিটার, ওডোমিটার এবং ট্রিপমিটারের নক্ত প্রয়োজনীয় ফিচারস সেখানে থাকছেই।

লঞ্চ হচ্ছে নতুন Yamaha R3 এবং MT-03, সম্ভাব্য দাম হতে পারে এত

উল্লেখ্য যে, এর আগে Yamaha এর R3 বাইকটি লঞ্চ হয়। কিন্তু নতুন ইঞ্জিন নিয়মের কারণে বন্ধ হয় বাইকটি। এরপর সদ্যই সেটি নতুন করে বাজারে এসেছে। R3 তে 321 cc ইঞ্জিন রয়েছে এবং ইঞ্জিনটি বেশ শক্তিশালী এবং মজবুত হতে চলেছে। যা ভালো পারফরম্যান্স দেওয়ার পাশাপাশি 25 কিমির মাইলেজও দিতে সক্ষম।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.